সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে আহত করেছেন এক যুবলীগ নেতা। আহত আওয়ামী লীগ নেতার নাম কামাল হোসেন। তিনি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তিনি উপজেলার বহুরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অপরদিকে যার বিরুদ্ধে অভিযোগ তাঁর নাম সানোয়ার হোসেন শরীফ। তিনি ওই ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কালমেঘা ইলিমজান উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আজ বুধবার দুপুরে হামলার শিকার আওয়ামী লীগ নেতা কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার রাতে কালমেঘা ইলিমজান উচ্চ বিদ্যালয় মাঠে বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে যুবলীগ নেতা সানোয়ার হোসেন শরীফ আমাকে ডেকে নিয়ে পাঁচ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় সানোয়ারসহ আরও ৪ / ৫ জন আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এতে আমার নাক ও মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। মাঠের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা দুজন লোক কান্না শুনে দৌড়ে এসে আমাকে উদ্ধার করে। ওরা আমাকে মেরে ফেলার উদ্দেশ্যেই হামলা করেছিল।’
আওয়ামী লীগ নেতা কামাল হোসেন জানান, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে মামলা করা হবে। মামলার প্রস্তুতি চলছে।
যুবলীগ নেতা সানোয়ার হোসেন শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘টাকা দাবি করার বিষয়টি সত্য নয়; আমাদের মধ্যে যা কিছু হয়েছে তা কথা বলে মিটিয়ে নিয়েছি।’
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘টাকাপয়সার বিষয় নিয়ে একটু হাতাহাতি হয়েছে। বিষয়টি তেমন কিছুই না, সামান্য একটু অপ্রীতিকর ঘটনা।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার কয়েকজন জানিয়েছেন, কয়েক দিন আগে আওয়ামী লীগ নেতা কামাল হোসেন ওই এলাকায় ছোট একটি প্রকল্প বাস্তবায়ন করেছেন। প্রকল্পের টাকা নিয়েই মূলত ওই আওয়ামী লীগ ও যুবলীগ নেতার মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। ওই দ্বন্দ্বের জের ধরেই এই ঘটনা ঘটেছে।
টাঙ্গাইলের সখীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে আহত করেছেন এক যুবলীগ নেতা। আহত আওয়ামী লীগ নেতার নাম কামাল হোসেন। তিনি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তিনি উপজেলার বহুরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অপরদিকে যার বিরুদ্ধে অভিযোগ তাঁর নাম সানোয়ার হোসেন শরীফ। তিনি ওই ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কালমেঘা ইলিমজান উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আজ বুধবার দুপুরে হামলার শিকার আওয়ামী লীগ নেতা কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার রাতে কালমেঘা ইলিমজান উচ্চ বিদ্যালয় মাঠে বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে যুবলীগ নেতা সানোয়ার হোসেন শরীফ আমাকে ডেকে নিয়ে পাঁচ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় সানোয়ারসহ আরও ৪ / ৫ জন আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এতে আমার নাক ও মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। মাঠের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা দুজন লোক কান্না শুনে দৌড়ে এসে আমাকে উদ্ধার করে। ওরা আমাকে মেরে ফেলার উদ্দেশ্যেই হামলা করেছিল।’
আওয়ামী লীগ নেতা কামাল হোসেন জানান, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে মামলা করা হবে। মামলার প্রস্তুতি চলছে।
যুবলীগ নেতা সানোয়ার হোসেন শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘টাকা দাবি করার বিষয়টি সত্য নয়; আমাদের মধ্যে যা কিছু হয়েছে তা কথা বলে মিটিয়ে নিয়েছি।’
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘টাকাপয়সার বিষয় নিয়ে একটু হাতাহাতি হয়েছে। বিষয়টি তেমন কিছুই না, সামান্য একটু অপ্রীতিকর ঘটনা।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার কয়েকজন জানিয়েছেন, কয়েক দিন আগে আওয়ামী লীগ নেতা কামাল হোসেন ওই এলাকায় ছোট একটি প্রকল্প বাস্তবায়ন করেছেন। প্রকল্পের টাকা নিয়েই মূলত ওই আওয়ামী লীগ ও যুবলীগ নেতার মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। ওই দ্বন্দ্বের জের ধরেই এই ঘটনা ঘটেছে।
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
২ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
৩ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
৩ ঘণ্টা আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
৩ ঘণ্টা আগে