Ajker Patrika

কিশোরগঞ্জে অটোরিকশার চাপায় শিশু নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
সায়মা আক্তার নুহা। ছবি: সংগৃহীত
সায়মা আক্তার নুহা। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুরে নিজ স্কুলের সামনে অটোরিকশার চাপায় সায়মা আক্তার নুহা নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তার পূর্ব পাশে প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত সায়মা আক্তার (৮) দক্ষিণ গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে প্রাপ্তি আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, আইডিয়াল স্কুলের সামনের রাস্তা পার হতে গেলে গোবিন্দপুর চৌরাস্তাগামী একটি অটোরিকশা শিশু নুহাকে চাপা দেয়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত