Ajker Patrika

নির্বাচন অংশগ্রহণমূলক হবে, কে আসলো দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং অংশগ্রহণমূলক হবে। কে আসল কে গেল তা দেখার বিষয় নয়। সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। এ জন্য যা যা প্রয়োজন আমাদের সরকার সে উদ্যোগ নিয়েছে। যারা ভুল ধারণা নিয়ে রয়েছে, তাদের ভুল অচিরেই কেটে যাবে। 

আজ মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি পার্কের উদ্বোধনী আনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। বেলা সাড়ে ১১টার দিকে হয় এই অনুষ্ঠান।

অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, দেশ এগিয়ে চলছে, এগিয়ে চলার সঙ্গে সঙ্গে বিনোদনেরও প্রয়োজন রয়েছেন। ঢাকার খুব সন্নিকটা হওয়ায় এই পার্ক বহু মানুষের বিনোদনের জায়গা তৈরি করবে। সরকার এ ধরনের প্রতিষ্ঠান তৈরি করে না, তবে উদ্যোক্তাদের জন্য পরিবেশ সৃষ্টি করে দেয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ম্যাট ক্যানেল। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ওভাইস আকবানি, সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত