Ajker Patrika

আমার নিয়োগপত্রে কোনো ঘষামাজা ছিল না: ওয়াসার এমডি তাকসিম

বিশেষ প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৫: ৩১
আমার নিয়োগপত্রে কোনো ঘষামাজা ছিল না: ওয়াসার এমডি তাকসিম

২০০৯ সালে দেওয়া নিয়োগপত্রে কোনো ঘষামাজা ছিল না বলে দাবি করেছেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান। সেখানে নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের কিছু অনুশাসন আর নির্দেশনা ছিল বলে জানান তিনি। 

নিজ দপ্তরে আজ বুধবার তাঁর নিয়োগ নিয়ে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের করা রিট ও দুদকে চলমান দুর্নীতির অনুসন্ধান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

নিয়োগের বিষয়ে তাকসিমের দাবি, তাঁর এমডি হিসেবে নিয়োগে কোথাও কোনো ঝামেলা নেই। তিনি বলেন, ‘২০২০ সালেও এ রকম একটি রিট করা হয়েছিল, তা খারিজ করে দেন আদালত। ওয়াসার আইনজীবী বিস্তারিত তুলে ধরেছেন আদালতের সামনে।’ 

দুদকে চলমান ৩ হাজার ২০০ কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানের বিষয়ে ওয়াসার এমডি বলেন, ‘বিষয়গুলো হাস্যকর হচ্ছে। কোনো প্রজেক্টের সঙ্গে ওয়াসার এমডির সম্পর্ক থাকে না। দাতা সংস্থা সব দেখভাল করে।’

বারবার অনুসন্ধান করেও কিছু পাওয়া যায়নি উল্লেখ করে তাকসিম এ খান বলেন, ‘পুরো বিষয়টি অসত্য। তদন্তই শুধু হয়, কিন্তু কিছু প্রমাণ হয় না। তাহলে এতবার অনুসন্ধান করে কী করলেন?’ 

যাঁদের ওয়াসায় অনৈতিক কর্মকাণ্ড তিনি বন্ধ করেছেন, এমন একটি দল তাঁর বিরুদ্ধে অপপ্রচার করছে বলেও দাবি করেন তাকসিম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত