Ajker Patrika

মুরাদনগরে ট্রিপল মার্ডার: নিরীহ গ্রামবাসীকে হয়রানির অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি  
কুমিল্লার মুরাদনগরে ট্রিপল মার্ডার মামলায় নিরীহ গ্রামবাসীকে হয়রানির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
কুমিল্লার মুরাদনগরে ট্রিপল মার্ডার মামলায় নিরীহ গ্রামবাসীকে হয়রানির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে তিনজনকে হত্যার ঘটনায় করা (ট্রিপল মার্ডার) মামলায় নিরীহ গ্রামবাসীকে হয়রানির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কড়ইবাড়ি স্টেশন এলাকায় শতাধিক নারী ও শিশু এ কর্মসূচিতে অংশ নেয়।

স্থানীয়রা জানান, গত মাসে কড়ইবাড়ি গ্রামে মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত রুবি আক্তারসহ তিনজন গণপিটুনিতে নিহত হন। নিহতদের মধ্যে রুবি আক্তার ছাড়াও একজন পুরুষ ও একজন নারী ছিলেন। এ ঘটনায় নিহত রুবির বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় ২৫ জনের নাম উল্লেখ করেন এবং আরও ১৩ জনকে অজ্ঞাত আসামি দিয়ে মামলা দায়ের করেন।

মামলার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৯ জনকে গ্রেপ্তার করে। তাঁদের তিন দিন করে রিমান্ডে নেওয়া হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকৃত অপরাধীদের আড়াল করে গ্রামবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দেওয়া হচ্ছে। একটি প্রভাবশালী মহল রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য নিরীহ মানুষদের আসামি করে হয়রানি করছে।

এতে আতঙ্কে কড়ইবাড়ি গ্রামের পুরুষেরা আত্মগোপনে চলে গেছেন। গ্রামটি এখন প্রায় পুরুষশূন্য। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় অনেক পরিবার মানবেতর জীবন যাপন করছে। নারীরা বলছেন, রাত হলেই তাঁরা ডাকাত আতঙ্কে ভুগছেন।

বিক্ষোভ সমাবেশে গ্রামের নারীরা বলেন, ‘আমরা চাই প্রকৃত অপরাধীদের বিচার হোক। কিন্তু নিরীহ মানুষকে কেন হয়রানি করা হবে? ফায়দা লুটতে গিয়ে একটি মহল গ্রামবাসীর জীবন দুর্বিষহ করে তুলেছে।’

তাঁরা সরকারের কাছে দ্রুত নিরপেক্ষ তদন্ত ও সাধারণ মানুষের হয়রানি বন্ধের দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান—এই ষড়যন্ত্র বন্ধ করুন। কড়ইবাড়ি গ্রাম যেন আর আতঙ্কে না থাকে।’

বিক্ষোভ মিছিলে গ্রামের তিন শতাধিক নারী ও শিশু অংশগ্রহণ করে। তারা ‘নিরীহদের হয়রানি বন্ধ করো’, ‘অপরাধীর বিচার চাই’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড বহন করে প্রতিবাদ জানায়।

এ বিষয়ে মুরাদনগর বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘মুরাদনগরে ট্রিপল মার্ডারের মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। আমরা তাদের সঙ্গে সমন্বয় করছি। এ মামলায় নিরীহ গ্রামবাসীকে হয়রানির বিষয়টি সঠিক নয়। সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ ছাড়া আমরা কাউকে হয়রানি বা আটক করছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

নেছারাবাদের সেই প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত