Ajker Patrika

পাকুন্দিয়ায় ঈদগাহ পরিচালনা কমিটির কার্যক্রম স্থগিত: এসি ল্যান্ডসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি
পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠ। ছবি: আজকের পত্রিকা
পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠ। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সদর ঈদগাহ মাঠের পরিচালনা কমিটির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কমিটির কার্যক্রম স্থগিত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করায় এসি ল্যান্ডসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩ জুলাই) সাবেক কমিটির সভাপতি মুজিবুর রহমান এবং সেক্রেটারি সিদ্দিক হোসেন মাসুদ বাদী হয়ে কিশোরগঞ্জ সহকারী জজ আদালত এই মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে আগামী ২১ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে বিবাদীগণকে।

বিবাদীদের মধ্যে রয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মামুন সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, থানার ওসি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং তিন সাংবাদিকসহ ২৬ জন।

জানা যায়, পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠটি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। প্রতিষ্ঠিত হয় ১৯২২ সালে। বর্তমানে এর অধীনে রয়েছে দুটি বহুতল ভবন, ৪১টি দোকান, একটি পুকুরসহ প্রায় দুই একর জমি। প্রতি মাসে আয় হয় অন্তত দুই লাখ টাকা। এই আয় থেকে গড়ে ওঠে কয়েক কোটি টাকার ফান্ড। ৭১ সদস্যের ইলেক্টোরাল কমিটির মনোনয়নে গঠিত ৩১ সদস্যের পরিচালনা কমিটির মেয়াদ রয়েছে ২০২৬ সাল পর্যন্ত।

তবে সম্প্রতি এক দাতা সদস্য অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। এরপর উপজেলা প্রশাসন পরিচালনা কমিটির কার্যক্রম স্থগিত করে গত ২৬ মে কৃষি কর্মকর্তা নূর-ই-আলমকে আহ্বায়ক করে নতুন কমিটি গঠন করে।

সাবেক কমিটির দাবি, মেয়াদ থাকাকালীন কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন গঠনতন্ত্রবিরোধী। তাই তাঁরা আদালতের শরণাপন্ন হয়েছেন।

অন্যদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিনের হিসাব জমা না দেওয়া, অনিয়মের অভিযোগ এবং সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে সাময়িক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তদন্তেও সাবেক কমিটির অসহযোগিতার প্রমাণ রয়েছে বলেও দাবি করেন কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত