কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সদর ঈদগাহ মাঠের পরিচালনা কমিটির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কমিটির কার্যক্রম স্থগিত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করায় এসি ল্যান্ডসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩ জুলাই) সাবেক কমিটির সভাপতি মুজিবুর রহমান এবং সেক্রেটারি সিদ্দিক হোসেন মাসুদ বাদী হয়ে কিশোরগঞ্জ সহকারী জজ আদালত এই মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে আগামী ২১ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে বিবাদীগণকে।
বিবাদীদের মধ্যে রয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মামুন সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, থানার ওসি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং তিন সাংবাদিকসহ ২৬ জন।
জানা যায়, পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠটি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। প্রতিষ্ঠিত হয় ১৯২২ সালে। বর্তমানে এর অধীনে রয়েছে দুটি বহুতল ভবন, ৪১টি দোকান, একটি পুকুরসহ প্রায় দুই একর জমি। প্রতি মাসে আয় হয় অন্তত দুই লাখ টাকা। এই আয় থেকে গড়ে ওঠে কয়েক কোটি টাকার ফান্ড। ৭১ সদস্যের ইলেক্টোরাল কমিটির মনোনয়নে গঠিত ৩১ সদস্যের পরিচালনা কমিটির মেয়াদ রয়েছে ২০২৬ সাল পর্যন্ত।
তবে সম্প্রতি এক দাতা সদস্য অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। এরপর উপজেলা প্রশাসন পরিচালনা কমিটির কার্যক্রম স্থগিত করে গত ২৬ মে কৃষি কর্মকর্তা নূর-ই-আলমকে আহ্বায়ক করে নতুন কমিটি গঠন করে।
সাবেক কমিটির দাবি, মেয়াদ থাকাকালীন কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন গঠনতন্ত্রবিরোধী। তাই তাঁরা আদালতের শরণাপন্ন হয়েছেন।
অন্যদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিনের হিসাব জমা না দেওয়া, অনিয়মের অভিযোগ এবং সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে সাময়িক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তদন্তেও সাবেক কমিটির অসহযোগিতার প্রমাণ রয়েছে বলেও দাবি করেন কর্মকর্তারা।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সদর ঈদগাহ মাঠের পরিচালনা কমিটির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কমিটির কার্যক্রম স্থগিত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করায় এসি ল্যান্ডসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩ জুলাই) সাবেক কমিটির সভাপতি মুজিবুর রহমান এবং সেক্রেটারি সিদ্দিক হোসেন মাসুদ বাদী হয়ে কিশোরগঞ্জ সহকারী জজ আদালত এই মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে আগামী ২১ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে বিবাদীগণকে।
বিবাদীদের মধ্যে রয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মামুন সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, থানার ওসি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং তিন সাংবাদিকসহ ২৬ জন।
জানা যায়, পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠটি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। প্রতিষ্ঠিত হয় ১৯২২ সালে। বর্তমানে এর অধীনে রয়েছে দুটি বহুতল ভবন, ৪১টি দোকান, একটি পুকুরসহ প্রায় দুই একর জমি। প্রতি মাসে আয় হয় অন্তত দুই লাখ টাকা। এই আয় থেকে গড়ে ওঠে কয়েক কোটি টাকার ফান্ড। ৭১ সদস্যের ইলেক্টোরাল কমিটির মনোনয়নে গঠিত ৩১ সদস্যের পরিচালনা কমিটির মেয়াদ রয়েছে ২০২৬ সাল পর্যন্ত।
তবে সম্প্রতি এক দাতা সদস্য অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। এরপর উপজেলা প্রশাসন পরিচালনা কমিটির কার্যক্রম স্থগিত করে গত ২৬ মে কৃষি কর্মকর্তা নূর-ই-আলমকে আহ্বায়ক করে নতুন কমিটি গঠন করে।
সাবেক কমিটির দাবি, মেয়াদ থাকাকালীন কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন গঠনতন্ত্রবিরোধী। তাই তাঁরা আদালতের শরণাপন্ন হয়েছেন।
অন্যদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিনের হিসাব জমা না দেওয়া, অনিয়মের অভিযোগ এবং সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে সাময়িক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তদন্তেও সাবেক কমিটির অসহযোগিতার প্রমাণ রয়েছে বলেও দাবি করেন কর্মকর্তারা।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) খন্দকার হোসেন আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় কেএমপির সদর দপ্তরে মহানগরীর সাম্প্রতিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় তুলে ধরা হবে।’
৩ মিনিট আগেগোপালগঞ্জের কোটালীপাড়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষকের শাস্তির দাবিতে বিদ্যালয়টির শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ করেছে।
৮ মিনিট আগেঝালকাঠির রাজাপুর উপজেলার ৯৯ নম্বর উত্তর পূর্ব ছোট কৈবর্তখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি নিয়ে সংকট এবং অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক সাহিদা খানমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। উপজেলা শিক্ষা দপ্তর থেকে আজ সোমবার প্রধান শিক্ষককে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।
১২ মিনিট আগে‘দেশের বর্তমান অবস্থায় সরকারের ভেতরে আওয়ামী লীগের আমলারা যা করছে, তাতে আমার ধারণা এই সরকার নির্বাচন করতে পারবে না। আমরা এসব আমলাকে প্রতিহত করব। অতঃপর নির্বাচন আদায় করব।’
১৩ মিনিট আগে