Ajker Patrika

পুরো স্কুল মিলিয়ে ৬ শিশু উপস্থিত থাকা প্রতিষ্ঠানের প্রধানকে শোকজ

ঝালকাঠি প্রতিনিধি  
ঝালকাঠির রাজাপুরে স্কুলে উপস্থিত শিশুরা। ছবি: আজকের পত্রিকা
ঝালকাঠির রাজাপুরে স্কুলে উপস্থিত শিশুরা। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠির রাজাপুর উপজেলার ৯৯ নম্বর উত্তর পূর্ব ছোট কৈবর্তখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি নিয়ে সংকট এবং অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক সাহিদা খানমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গতকাল রোববার আজকের পত্রিকায় ‘পাঁচ শিক্ষকের বিদ্যালয়, তিন ক্লাস মিলিয়ে হাজির ৬ শিশু’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। উত্তর পূর্ব ছোট কৈবর্তখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে এই সংবাদ প্রকাশের পর এ বিষয়ে উপজেলা শিক্ষা দপ্তর থেকে আজ সোমবার প্রধান শিক্ষককে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। নোটিশে আরও উল্লেখ করা হয়, বিদ্যালয়ের সরকারি ল্যাপটপটি বাসায় রেখে তা ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

স্থানীয় অভিভাবক ও বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়টিতে শৃঙ্খলা ও পাঠদানের পরিবেশ নেই। শিশুরা নিয়মিত স্কুলে না গেলেও তাদের ফেরাতে তেমন মনোযোগ দেওয়া হয় না শিক্ষকদের পক্ষ থেকে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আকতার হোসেন বলেন, ‘প্রতিবেদনটি প্রকাশের পর আমি তাৎক্ষণিকভাবে তদন্তের সিদ্ধান্ত নিই। স্কুলে গিয়ে বাস্তব চিত্র যাচাই করা হবে। প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না পেলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

জানতে চাইলে প্রধান শিক্ষক সাহিদা বলেন, ‘আমি মূল্যায়ন পরীক্ষার কাজ করছিলাম বলে ল্যাপটপটি বাসায় রেখেছিলাম।’ আর ভুলবশত শিক্ষার্থীদের উপস্থিতির খাতায় নাম ওঠানো হয়নি বলে দাবি করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত