Ajker Patrika

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা

খাগড়াছড়ি প্রতিনিধি 
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। ছবি: সংগৃহীত
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। ছবি: সংগৃহীত

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ ওঠায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। আজ সোমবার বিকেলে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে খাগড়াছড়ি জেলা পরিষদের ১৪ জন সদস্যকে অবমূল্যায়ন, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের প্রধান ও কর্মচারীদের অবমূল্যায়ন, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতিসহ শিক্ষক বদলি-বাণিজ্য, ঠিকাদার বিলের ফাইল আটকিয়ে রেখে ঘুষ-বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ দাখিল হয়েছে। এসব অভিযোগ তদন্তাধীন রয়েছে। অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁকে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো।

খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবদুল্লাহ আল মাহফুজ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মন্ত্রণালয় থেকে বিকেলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের একটা চিঠি পেয়েছি। তাতে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অবিশ্বাস্য কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, সুবিধা কী

উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে একমত সব দল

ফিলিস্তিনপন্থী সংগঠন নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন টিউলিপ–রুশনারা

চেক জালিয়াতির মামলায় সাংবাদিকের ৫ মাসের কারাদণ্ড

ফারজানা রুপা ও শাকিলকে গ্রেপ্তারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিল সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত