Ajker Patrika

কেএমপি কমিশনারের অপসারণ দাবিতে ‘ব্লকেড’, নেই বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

খুলনা প্রতিনিধি
খুলনা মহানগর পুলিশ কমিশনারের অপসারণ দাবিতে আজ সোমবার কেএমপির সদর দপ্তরের সামনে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। ছবি: আজকের পত্রিকা
খুলনা মহানগর পুলিশ কমিশনারের অপসারণ দাবিতে আজ সোমবার কেএমপির সদর দপ্তরের সামনে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। ছবি: আজকের পত্রিকা

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবিতে কেএমপির সদর দপ্তরের সামনে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।

আজ সোমবার বিকেল ৪টার দিকে খুলনা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। তবে এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা-কর্মী উপস্থিত ছিলেন না। কর্মসূচিতে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের উপস্থিতি দেখা গেছে।

এদিকে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন ডেকেছে কেএমপি।

জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরের সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, ‘আজকের কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা-কর্মী উপস্থিত ছিলেন না। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আপাতত আমরা কর্মসূচি পালন করছি না।’

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ ‘আন্দোলনের যৌক্তিকতা নেই’ বলে আন্দোলন থেকে সরে যায়।

খুলনা মহানগর পুলিশ কমিশনারের অপসারণ দাবিতে আজ সোমবার কেএমপির সদর দপ্তরের সামনে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। ছবি: আজকের পত্রিকা
খুলনা মহানগর পুলিশ কমিশনারের অপসারণ দাবিতে আজ সোমবার কেএমপির সদর দপ্তরের সামনে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। ছবি: আজকের পত্রিকা

এদিকে ব্লকেড কর্মসূচি চলাকালে টানা বৃষ্টির মধ্যে বিক্ষোভকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে এবং সড়কে প্রতিবন্ধকতা (ব্যারিকেড) দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশ কমিশনারের অপসারণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না বলে বিভিন্ন স্লোগান দেন। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গত ২৪ জুন বিকেলে মামলার আসামি পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকান্তকে আটক করে খানজাহান আলী থানা-পুলিশের কাছে সোপর্দ করে ছাত্র-জনতা। কিন্তু রাতে থানা থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এসআই সুকান্ত খুলনা বিএনপির নেতা এস এম শফিকুল আলম মনার বাড়িতে ভাঙচুর মামলার প্রধান আসামি। তাঁকে ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই সপ্তাহ ধরে পুলিশ কমিশনারের অপসারণ দাবিতে আন্দোলন করছে ছাত্র-জনতা। অবশ্য পুলিশ ওই এসআইকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

ছাত্র-জনতার ব্যানারে এরই মধ্যে কেএমপির সদর দপ্তর, রূপসা সেতুর টোল প্লাজা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ব্লকেড ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এ কর্মসূচির ধারাবাহিকতায় আজ ছাত্র-জনতার ব্যানারে ব্লকেড কর্মসূচি পালন করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠন।

কেএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) খন্দকার হোসেন আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় কেএমপির সদর দপ্তরে মহানগরীর সাম্প্রতিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় তুলে ধরা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত