Ajker Patrika

সিলেটে কাল থেকে পরিবহনশ্রমিকদের কর্মবিরতি ঘোষণা

সিলেট প্রতিনিধি
পরিবহনশ্রমিকদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা
পরিবহনশ্রমিকদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

পাথর কোয়ারি খুলে দেওয়াসহ ছয় দফা দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে সিলেটে পরিবহনশ্রমিকদের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত রেস্তোরাঁয় সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতি ও সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মবিরতির ফলে আগামীকাল থেকে সিলেটে গণপরিবহনসহ কোনো যানবাহন চলবে না বলে ঘোষণা দেন নেতারা।

আগে তাঁদের পাঁচ দফা দাবি থাকলেও দাবিনামায় নতুন করে সিলেটের জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবি যুক্ত করা হয়েছে। সম্প্রতি তাঁদের দাবির সঙ্গে একমত পোষণ করে তাঁদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সিলেটের জেলা প্রশাসকের প্রত্যাহার চান সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ময়নুল হক বলেন, ২০১৮ সাল থেকে সিলেটের সব পাথর কোয়ারি বন্ধ। এতে পাথরসংশ্লিস্ট সবাই চরম দুর্ভোগে রয়েছেন। সরকার পাথর লুটপাট বন্ধ করতে না পারলেও বৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহন করতে দিচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অবিশ্বাস্য কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, সুবিধা কী

উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে একমত সব দল

ফিলিস্তিনপন্থী সংগঠন নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন টিউলিপ–রুশনারা

ফারজানা রুপা ও শাকিলকে গ্রেপ্তারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিল সরকার

চেক জালিয়াতির মামলায় সাংবাদিকের ৫ মাসের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত