Ajker Patrika

নরসিংদী কারাগার থেকে লুট ২টিসহ ৫ অস্ত্র পুলিশে হস্তান্তর করল সেনাবাহিনী

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৬: ৩৭
Thumbnail image

নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া দুটিসহ ডাকাত দলের কাছ থেকে উদ্ধার তিনটি আগ্নেয়াস্ত্র পুলিশে হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ রোববার দুপুরে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের সেনা ক্যাম্প থেকে এসব অস্ত্র হস্তান্তর করা হয়।

আজ সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, লে. কর্নেল মো. ফাহিম মাহবুব নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদের কাছে কারাগারের লুট হওয়া একটি শটগান, একটি রাইফেলসহ ডাকাতদের কাছ থেকে উদ্ধার তিনটি একনলা বন্দুক হস্তান্তর করেন।

এর আগে ১৩ আগস্ট রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের কালিরহাট এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে কারাগার থেকে লুট হওয়া একটি শটগান এবং গত শুক্রবার রাতে চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার একটি জঙ্গল থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়।

এ ছাড়া ৮ আগস্ট নরসিংদীর বড় বাজার জামে মসজিদ এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ২৬টি রাবার বুলেট এবং ১১ আগস্ট রায়পুরার মেথিকান্দা এলাকার জলাশয়ে একদল ডাকাতের ফেলে যাওয়া একনলা তিনটি বন্দুক উদ্ধার করে সেনাবাহিনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত