Ajker Patrika

বিস্ফোরক মামলায় পাকুন্দিয়ার বিএনপি, যুবদল ও ছাত্রদলের চার নেতা কারাগারে 

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বিস্ফোরক মামলায় পাকুন্দিয়ার বিএনপি, যুবদল ও ছাত্রদলের চার নেতা কারাগারে 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিস্ফোরক আইনে করা পুলিশের করা মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের চার নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জামিনের জন্য আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক সায়েদুর রহমান তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহিন আলম জনি, যুগ্ম আহ্বায়ক শাকিল মাহমুদ সম্রাট ও পৌর বিএনপি সদস্য মো. গোলাপ মিয়া। 

উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, উচ্চ আদালত থেকে জামিনে থাকা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৯ নেতা-কর্মী আজ দুপুরে কিশোরগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন। এর মধ্যে ১৫ জনের জামিন বহাল থাকলেও চারজনের জামিন না মঞ্জুর হয়। 

এ নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দিন চার নেতা-কর্মীর জামিন না হওয়ার তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘২০২২ সালের ৪ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে আমিসহ ২৪ জনের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় বিস্ফোরক আইনে একটি মিথ্যা মামলা দায়ের করে। এর মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে গত ১১ ডিসেম্বর উচ্চ আদালত থেকে আমরা জামিন নিই। ওই মামলায় আজ সোমবার দুপুরে ১৯ জন কিশোরগঞ্জ আদালতে আত্মসমর্পণ করি। এ সময় বিচারক চারজনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত