ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক (এফএইচ) মুসলিম হলে গত বুধবার রাতে চোর সন্দেহে তোফাজ্জল নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এর প্রতিবাদে বিচার দাবি করে আজ শুক্রবার মানববন্ধন করেছে ঢাকাস্থ পাথরঘাটার শিক্ষার্থীরা।
আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের ভাইকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ কাজে যথাযথ সহযোগিতা না করলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিচার নিশ্চিত করার দাবিও জানান শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশ নেওয়া ঢাবি শিক্ষার্থী নাসরিন সুলতানা বলেন, ‘তোফাজ্জল শুধু পাথরঘাটার সন্তান না, স্বাধীন বাংলাদেশের নাগরিক। আমরা আর কোনো তোফাজ্জলকে হারিয়ে যেতে দিতে চাই না। আমরা আশা রাখব, বিশ্ববিদ্যালয় প্রশাসন ন্যায়বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করবে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেলাল হোসেন রাকিব বলেন, ‘একমুঠো ভাতের জন্য কাউকে প্রাণ দিতে না হয়। কোনো প্রতিষ্ঠানে এ রকম ঘটনা আমরা দেখতে চাই না। অন্তরবর্তী সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ন্যায়বিচারের দাবি করছি।’
ঢাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার জিয়াউর বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলায় কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না, দায়সারা কাজ করে যাচ্ছে। হত্যায় জড়িতদের ছাত্রত্ব এখনো বাতিল করা হয়নি। আপনারা দায় এড়াতে চাইলে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। তোফাজ্জলের কেউ নেই তবে পাথরঘাটাবাসী আছে। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা বিচার নিশ্চিত করব।’
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একদল শিক্ষার্থী তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তিকে চোর সন্দেহে রাতে কয়েক দফায় নির্যাতন করে, পরে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক (এফএইচ) মুসলিম হলে গত বুধবার রাতে চোর সন্দেহে তোফাজ্জল নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এর প্রতিবাদে বিচার দাবি করে আজ শুক্রবার মানববন্ধন করেছে ঢাকাস্থ পাথরঘাটার শিক্ষার্থীরা।
আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের ভাইকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ কাজে যথাযথ সহযোগিতা না করলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিচার নিশ্চিত করার দাবিও জানান শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশ নেওয়া ঢাবি শিক্ষার্থী নাসরিন সুলতানা বলেন, ‘তোফাজ্জল শুধু পাথরঘাটার সন্তান না, স্বাধীন বাংলাদেশের নাগরিক। আমরা আর কোনো তোফাজ্জলকে হারিয়ে যেতে দিতে চাই না। আমরা আশা রাখব, বিশ্ববিদ্যালয় প্রশাসন ন্যায়বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করবে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেলাল হোসেন রাকিব বলেন, ‘একমুঠো ভাতের জন্য কাউকে প্রাণ দিতে না হয়। কোনো প্রতিষ্ঠানে এ রকম ঘটনা আমরা দেখতে চাই না। অন্তরবর্তী সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ন্যায়বিচারের দাবি করছি।’
ঢাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার জিয়াউর বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলায় কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না, দায়সারা কাজ করে যাচ্ছে। হত্যায় জড়িতদের ছাত্রত্ব এখনো বাতিল করা হয়নি। আপনারা দায় এড়াতে চাইলে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। তোফাজ্জলের কেউ নেই তবে পাথরঘাটাবাসী আছে। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা বিচার নিশ্চিত করব।’
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একদল শিক্ষার্থী তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তিকে চোর সন্দেহে রাতে কয়েক দফায় নির্যাতন করে, পরে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নে।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক খুনের ঘটনা ঘটছে। গত আট মাসে গুলি করে পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার এসব ঘটনায় পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব হত্যাকাণ্ডে একই গ্যাং জড়িত।
৪ ঘণ্টা আগেমেয়াদ শেষের প্রায় দুই বছর হয়ে গেলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ হয়নি। এতে দুধকুমারের তীরবর্তী অঞ্চলে ভাঙন-আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী ম্যানেজারের বিরুদ্ধে স্থানীয়দের টাকা নিয়ে...
৪ ঘণ্টা আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসানো হয়েছে হাট-বাজার। এতে বিঘ্নিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে যাওয়া-আসা করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
৪ ঘণ্টা আগেবালুমহাল হিসেবে ইজারা নেওয়া হয়নি; তবে দিব্যি নদীতীরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। রোজ শতাধিক ট্রাক মাটি উঠছে পাড় থেকে। রাজশাহীর চারঘাট উপজেলায় ঘটছে এমন ঘটনা। বিএনপি ও ছাত্রদলের নেতারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এই মাটি ও বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওর বাসায় ককটেল ফোটানো হয়েছে।
৪ ঘণ্টা আগে