কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
সরকারের নানা পদক্ষেপের কারণে এবার স্বস্তিতে মানুষ বাড়ি ফিরতে পারবে বলে আশা প্রকাশ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, ‘ইতিমধ্যে সরকার বিভিন্ন রাস্তা প্রশস্তকরণ, যাত্রী সাধারণ যাতে সহজে গন্তব্যে পৌঁছাতে পারে এ জন্য বিভিন্নমুখী পদক্ষেপ নিয়েছে। আমরা সব জায়গাতেই পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। এখন পর্যন্ত যানচলাচল স্বাভাবিক আছে। তাই আশা করি মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর কালিয়াকৈরে চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘এখন পদ্মা সেতু দিয়ে মানুষ দ্রুত সময়ে পার হয়ে বাড়ি যেতে পারে। রাস্তা-ঘাট আগের তুলনায় অনেক ভালো হয়েছে। সব জায়গাতেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। সাধারণ মানুষ যাতে নিজ নিজ গন্তব্যে যথাসময়ে যেতে পারে সে জন্য র্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন সংস্থা সবাই মিলে একসঙ্গে কাজ করছে। আশা করি মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে।’
তিনি আরও বলেন, ‘চন্দ্রায় রাস্তা প্রশস্তকরণ, বাইপাস রোড, ফ্লাইওভার তৈরি করার কারণে রাস্তার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। আগে যাত্রীদের যে দুর্ভোগ দেখেছি, এখন সে দুর্ভোগ আর নেই। এ অবস্থা আগামীতে আরও ভালো হবে। ঈদের সময় যাত্রীদের একটা বিশেষ চাপ থাকে, সেই বিশেষ চাপের কারণে আমাদের বিশেষ ব্যবস্থা নিতে হয়। এবারও আমরা এ রকম ব্যবস্থা নিয়েছি।’
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন খান, গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান, আবু তোরাব মো. শামসুর রহমান ও আলমগীর হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুপুরে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করেন।
সরকারের নানা পদক্ষেপের কারণে এবার স্বস্তিতে মানুষ বাড়ি ফিরতে পারবে বলে আশা প্রকাশ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, ‘ইতিমধ্যে সরকার বিভিন্ন রাস্তা প্রশস্তকরণ, যাত্রী সাধারণ যাতে সহজে গন্তব্যে পৌঁছাতে পারে এ জন্য বিভিন্নমুখী পদক্ষেপ নিয়েছে। আমরা সব জায়গাতেই পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। এখন পর্যন্ত যানচলাচল স্বাভাবিক আছে। তাই আশা করি মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর কালিয়াকৈরে চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘এখন পদ্মা সেতু দিয়ে মানুষ দ্রুত সময়ে পার হয়ে বাড়ি যেতে পারে। রাস্তা-ঘাট আগের তুলনায় অনেক ভালো হয়েছে। সব জায়গাতেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। সাধারণ মানুষ যাতে নিজ নিজ গন্তব্যে যথাসময়ে যেতে পারে সে জন্য র্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন সংস্থা সবাই মিলে একসঙ্গে কাজ করছে। আশা করি মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে।’
তিনি আরও বলেন, ‘চন্দ্রায় রাস্তা প্রশস্তকরণ, বাইপাস রোড, ফ্লাইওভার তৈরি করার কারণে রাস্তার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। আগে যাত্রীদের যে দুর্ভোগ দেখেছি, এখন সে দুর্ভোগ আর নেই। এ অবস্থা আগামীতে আরও ভালো হবে। ঈদের সময় যাত্রীদের একটা বিশেষ চাপ থাকে, সেই বিশেষ চাপের কারণে আমাদের বিশেষ ব্যবস্থা নিতে হয়। এবারও আমরা এ রকম ব্যবস্থা নিয়েছি।’
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন খান, গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান, আবু তোরাব মো. শামসুর রহমান ও আলমগীর হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুপুরে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করেন।
এখন থেকে ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কালো দিবস হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. রইছ উদ্দিন। একই সময় উপদেষ্টার দিকে বোতল ছুড়ে মারা শিক্ষার্থীকে গ্রেপ্তারে বিরত থাকতেও বলেছেন তিনি।
১০ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে অপরাজেয় বাংলার পাদদেশে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছেন সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই সমাবেশে...
১৫ মিনিট আগেরাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিএফইউজে এবং চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা এক যুক্ত বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ...
১ ঘণ্টা আগেছয় বছর পর ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর ছাত্রদলসহ পাঁচটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আনন্দ মোহন সরকারি কলেজ এবং কোতোয়ালি থানা কমিটিও রয়েছে। এ খবরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগে