Ajker Patrika

গোপালগঞ্জে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১৫: ০০
গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে রাখা লাশ। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে রাখা লাশ। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে আব্দুল কুদ্দুস শেখ (৬৫) নামের এক রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে উপজেলার রাজপাট গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের মেয়ে নিলুফা বেগম (১৯) বলেন, আজ ভোরে উপজেলার দক্ষিণপাড়া মার্কাস মসজিদে ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন কুদ্দুস শেখ। ভোর সাড়ে ৫টার দিকে কামাল শেখের পুকুরপাড়ে পৌঁছালে সেখানে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পাশের পুকুরে ফেলে চলে যায়। এ সময় কুদ্দুসের চিৎকার শুনে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিলুফা বেগম আরও বলেন, গত বছর উপজেলার জোতকুড়া গ্রামের সিরাজ সরদারের ছেলে রফিক সরদারের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর যৌতুকের দাবিতে কয়েক দফা তাঁকে মারধর করায় সম্প্রতি রফিকের বিরুদ্ধে আদালতে মামলা করেন তিনি। গত ২৬ সেপ্টেম্বর রফিক আদালতে হাজির হয়ে জামিন নেন।

এ সময় ঘটনাস্থল থেকে একটি জ্যাকেট উদ্ধার করা হয়েছে। এটি তাঁর স্বামী রফিক সরদারের বলে জানিয়েছেন নিলুফা বেগম।

এ বিষয়ে জানতে চাইলে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফি উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত