Ajker Patrika

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৫১
গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

স্পিকারের পর শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। এরপর চিফ হুইপ নূর ই আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, আবু সাইদ আল মাহমুদ স্বপন, মো. নজরুল ইসলাম বাবু, সাইমুম সরওয়ার কমল ও মাশরাফি বিন মর্তুজা। তাঁরাও সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সবার রুহের মাগফিরাতের জন্য দোয়া করেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত