Ajker Patrika

বিএসএমএমইউর নতুন উপাচার্যকে ব্যান্ড বাজিয়ে নেচেগেয়ে বরণ

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ২২: ৫৩
বিএসএমএমইউর নতুন উপাচার্যকে ব্যান্ড বাজিয়ে নেচেগেয়ে বরণ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক দীন মো. নূরুল হক। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের একটি অংশ ব্যান্ড পার্টির আয়োজন করেন।

এমনকি তাঁরা ব্যান্ড বাজিয়ে, ব্যান্ডের তালে তালে নেচেগেয়ে ও ফুল দিয়ে নতুন উপাচার্যকে বরণ করে নেন।

এ সময় এক সংবাদ সম্মেলনে অধ্যাপক নূরুল হক বলেন, ‘আমি কোনো বিশেষ পক্ষের নয়, বরং সকলকে সঙ্গে নিয়ে কাজ করব। আমি কোনো পক্ষ বা গ্রুপের লোক হব না। আমি সেন্টারে থাকব, প্লাসে-মাইনাসে যাবে না।’

অধ্যাপক দীন মো. নূরুল হক বলেন, ‘আমার ভুল হতে পারে, কিন্তু কোনো অন্যায় আবদার শুনব না। এখানে শ্রম দেওয়া প্রত্যেকটা মানুষকে একসঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমি আপনাদের বন্ধু-ভাই হয়ে কাজ করতে চাই। প্রশাসনের ক্ষমতা খাটাতে চাই না। আপনারা আমাকে দলনেতা হিসেবে গ্রহণ করতে পারেন। আমি সব সময় আপনাদের পাশে চাই। অন্য কোনোভাবে আমাকে খুশি করা যাবে না। যে দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন, তাকেই দায়িত্ব দিতে চাই। আমি চার বছরে বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমান পরিবর্তন করতে চাই।’

কারও উদ্বেগের কোনো কারণ নেই জানিয়ে তিনি বলেন, ‘আমাকে যেভাবে সংবর্ধনা দিয়ে গ্রহণ করা হয়েছে, তা অবিশ্বাস্য। এটা আমার জীবনের শ্রেষ্ঠতম দিন। আমাকে নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা অনুভব করবেন না। আমাকে কোনো গ্রুপে যুক্ত করার চেষ্টা করবেন না।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ।এ সময় সব সাবেক উপাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যাপক দীন মোহাম্মদ বলেন, ‘সাবেকদের প্রতি আমি শ্রদ্ধাশীল। বর্তমান উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন সাহেব আমাকে ফুল দিয়ে বরণ করেছেন। আমিও তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। তিনি আমার বন্ধু মানুষ। আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করছি। একই ক্লিনিকে প্র‍্যাকটিস করেছি।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করে তিনি বলেন, ‘বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন আমার খুবই কাছের বড় ভাই। শেখ হাসিনা বার্ন হাসপাতাল করার সময় আমি উনার সঙ্গে কাজ করে হাসপাতাল দাঁড় করিয়েছি। তিনি এখন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিমন্ত্রীও আমার কাছে বোন। আমরা তিনজন মিলে দেশকে একটা অসাধারণ স্বাস্থ্যখাত উপহার দিতে চাই।’

ভিসি বলেন, ‘চিকিৎসক ও শিক্ষকদের সমস্যা আমার থেকে ভালো কেউ জানে না। এই বিশ্ববিদ্যালয় সারা দেশের মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য শিক্ষক তৈরি করে। গবেষণা ছাড়া মেডিকেল শিক্ষা চলতে পারে না। গবেষণার জন্য যা যা প্রয়োজন, আমি তা প্রধানমন্ত্রীর কাছ থেকে এনে দিতে পারব বলে আমার বিশ্বাস।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষ, কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত