বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক দীন মো. নূরুল হক। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের একটি অংশ ব্যান্ড পার্টির আয়োজন করেন।
এমনকি তাঁরা ব্যান্ড বাজিয়ে, ব্যান্ডের তালে তালে নেচেগেয়ে ও ফুল দিয়ে নতুন উপাচার্যকে বরণ করে নেন।
এ সময় এক সংবাদ সম্মেলনে অধ্যাপক নূরুল হক বলেন, ‘আমি কোনো বিশেষ পক্ষের নয়, বরং সকলকে সঙ্গে নিয়ে কাজ করব। আমি কোনো পক্ষ বা গ্রুপের লোক হব না। আমি সেন্টারে থাকব, প্লাসে-মাইনাসে যাবে না।’
অধ্যাপক দীন মো. নূরুল হক বলেন, ‘আমার ভুল হতে পারে, কিন্তু কোনো অন্যায় আবদার শুনব না। এখানে শ্রম দেওয়া প্রত্যেকটা মানুষকে একসঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমি আপনাদের বন্ধু-ভাই হয়ে কাজ করতে চাই। প্রশাসনের ক্ষমতা খাটাতে চাই না। আপনারা আমাকে দলনেতা হিসেবে গ্রহণ করতে পারেন। আমি সব সময় আপনাদের পাশে চাই। অন্য কোনোভাবে আমাকে খুশি করা যাবে না। যে দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন, তাকেই দায়িত্ব দিতে চাই। আমি চার বছরে বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমান পরিবর্তন করতে চাই।’
কারও উদ্বেগের কোনো কারণ নেই জানিয়ে তিনি বলেন, ‘আমাকে যেভাবে সংবর্ধনা দিয়ে গ্রহণ করা হয়েছে, তা অবিশ্বাস্য। এটা আমার জীবনের শ্রেষ্ঠতম দিন। আমাকে নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা অনুভব করবেন না। আমাকে কোনো গ্রুপে যুক্ত করার চেষ্টা করবেন না।’
এ সময় সব সাবেক উপাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যাপক দীন মোহাম্মদ বলেন, ‘সাবেকদের প্রতি আমি শ্রদ্ধাশীল। বর্তমান উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন সাহেব আমাকে ফুল দিয়ে বরণ করেছেন। আমিও তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। তিনি আমার বন্ধু মানুষ। আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করছি। একই ক্লিনিকে প্র্যাকটিস করেছি।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করে তিনি বলেন, ‘বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন আমার খুবই কাছের বড় ভাই। শেখ হাসিনা বার্ন হাসপাতাল করার সময় আমি উনার সঙ্গে কাজ করে হাসপাতাল দাঁড় করিয়েছি। তিনি এখন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিমন্ত্রীও আমার কাছে বোন। আমরা তিনজন মিলে দেশকে একটা অসাধারণ স্বাস্থ্যখাত উপহার দিতে চাই।’
ভিসি বলেন, ‘চিকিৎসক ও শিক্ষকদের সমস্যা আমার থেকে ভালো কেউ জানে না। এই বিশ্ববিদ্যালয় সারা দেশের মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য শিক্ষক তৈরি করে। গবেষণা ছাড়া মেডিকেল শিক্ষা চলতে পারে না। গবেষণার জন্য যা যা প্রয়োজন, আমি তা প্রধানমন্ত্রীর কাছ থেকে এনে দিতে পারব বলে আমার বিশ্বাস।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষ, কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক দীন মো. নূরুল হক। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের একটি অংশ ব্যান্ড পার্টির আয়োজন করেন।
এমনকি তাঁরা ব্যান্ড বাজিয়ে, ব্যান্ডের তালে তালে নেচেগেয়ে ও ফুল দিয়ে নতুন উপাচার্যকে বরণ করে নেন।
এ সময় এক সংবাদ সম্মেলনে অধ্যাপক নূরুল হক বলেন, ‘আমি কোনো বিশেষ পক্ষের নয়, বরং সকলকে সঙ্গে নিয়ে কাজ করব। আমি কোনো পক্ষ বা গ্রুপের লোক হব না। আমি সেন্টারে থাকব, প্লাসে-মাইনাসে যাবে না।’
অধ্যাপক দীন মো. নূরুল হক বলেন, ‘আমার ভুল হতে পারে, কিন্তু কোনো অন্যায় আবদার শুনব না। এখানে শ্রম দেওয়া প্রত্যেকটা মানুষকে একসঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমি আপনাদের বন্ধু-ভাই হয়ে কাজ করতে চাই। প্রশাসনের ক্ষমতা খাটাতে চাই না। আপনারা আমাকে দলনেতা হিসেবে গ্রহণ করতে পারেন। আমি সব সময় আপনাদের পাশে চাই। অন্য কোনোভাবে আমাকে খুশি করা যাবে না। যে দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন, তাকেই দায়িত্ব দিতে চাই। আমি চার বছরে বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমান পরিবর্তন করতে চাই।’
কারও উদ্বেগের কোনো কারণ নেই জানিয়ে তিনি বলেন, ‘আমাকে যেভাবে সংবর্ধনা দিয়ে গ্রহণ করা হয়েছে, তা অবিশ্বাস্য। এটা আমার জীবনের শ্রেষ্ঠতম দিন। আমাকে নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা অনুভব করবেন না। আমাকে কোনো গ্রুপে যুক্ত করার চেষ্টা করবেন না।’
এ সময় সব সাবেক উপাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যাপক দীন মোহাম্মদ বলেন, ‘সাবেকদের প্রতি আমি শ্রদ্ধাশীল। বর্তমান উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন সাহেব আমাকে ফুল দিয়ে বরণ করেছেন। আমিও তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। তিনি আমার বন্ধু মানুষ। আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করছি। একই ক্লিনিকে প্র্যাকটিস করেছি।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করে তিনি বলেন, ‘বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন আমার খুবই কাছের বড় ভাই। শেখ হাসিনা বার্ন হাসপাতাল করার সময় আমি উনার সঙ্গে কাজ করে হাসপাতাল দাঁড় করিয়েছি। তিনি এখন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিমন্ত্রীও আমার কাছে বোন। আমরা তিনজন মিলে দেশকে একটা অসাধারণ স্বাস্থ্যখাত উপহার দিতে চাই।’
ভিসি বলেন, ‘চিকিৎসক ও শিক্ষকদের সমস্যা আমার থেকে ভালো কেউ জানে না। এই বিশ্ববিদ্যালয় সারা দেশের মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য শিক্ষক তৈরি করে। গবেষণা ছাড়া মেডিকেল শিক্ষা চলতে পারে না। গবেষণার জন্য যা যা প্রয়োজন, আমি তা প্রধানমন্ত্রীর কাছ থেকে এনে দিতে পারব বলে আমার বিশ্বাস।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষ, কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সন্ধানে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি ‘গোপন আস্তানায়’ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ সোমবার ভোরে এই অভিযান চালানো হয়।
৮ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন একটি আবাসন কোম্পানির ছয়তলার বহুতল ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ সোমবার সকালে নগরীর আসকারদীঘির পাড়ে এস এস খালেদ রোডসংলগ্ন নির্মাণাধীন ভবনটিতে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে ভাঙার কাজ শুরু হয়।
১০ মিনিট আগেরংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ফল জালিয়াতির অভিযোগ উঠেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. তানজিউল ইসলাম জীবন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রশীদুল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাঁদের কুশপুত্তলিকায় জুতাপেটা করেছেন। বিশ্ববিদ্যালয়ের
১৫ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে অভিযানের সময় নৌবাহিনীর এক সদস্যের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়ায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো. রফিক (২৭) ওই ইউনিয়নের কম্বনিয়া পাড়ার বাসিন্দা। তিনি শীর্ষ সন্ত্রাসী ও অপহরণ চক্রের হোত
১৭ মিনিট আগে