Ajker Patrika

গোপালগঞ্জে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে লুৎফর মোল্লা হত্যা মামলায় তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মাকসুদুর রহমান এ আদেশ দেন। আদেশে মৃত্যুদণ্ড ছাড়াও প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন আদালত ।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন খুলনার দাকোপ উপজেলার আমতালা গ্রামের শফিউদ্দিন হাওলাদারের ছেলে মফিজুর রহমান ওরফে মফিজ হাওলাদার ( ৩৩)। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার চর কুশলী গ্রামের মো. পান্নু শিকদারের ছেলে মো. আব্দুল্লাহ শিকদার (১৯) ও একই এলাকার মন্টু শিকদারের ছেলে মো. সাজেদুল ইসলাম ( ২৩)।

মামলার বিবরণ থেকে জানা যায়, লুৎফর মোল্লা দীর্ঘ দিন ধরে ব্যবসার জন্য বিভিন্ন লোকজনকে টাকা ধার দিতেন। ২০২১ সালের ৭ অক্টোবর সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে চা পান করতে যান লুৎফর মোল্লা। চা পান শেষে পাওনা টাকা নিয়ে উপজেলার চরকুশলী গ্রামের দিকে যান তিনি। সেখান থেকে রাত ১০টার দিকে তার মোবাইলে একটি কল আসে। সেখান থেকে ফোনে কথা বলতে বলতে হেঁটে বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে ওই এলাকার সোলাইমান শিকদারের বাগানের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে রাস্তায় ফেলে চলে যান। 

এ ঘটনায় নিহতের ছেলে সজিব মোল্লা বাদী হয়ে পরের দিন টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আজ সোমবার এ মামলার রায় ঘোষণা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত