Ajker Patrika

আন্দোলনকে ভিন্নপথে নিতে জঙ্গি–আগুন সন্ত্রাসের নাটক: রিজভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আন্দোলনকে ভিন্নপথে নিতে জঙ্গি–আগুন সন্ত্রাসের নাটক: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সুষ্ঠু ভোটের কথা শুনলে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের শরীরে ১০৩ ডিগ্রি জ্বর উঠে। নির্বাচনের কথা শুনলেই র‍্যাব–পুলিশ দিয়ে আমাদের আঘাত করে। তারপরেও আমাদের কর্মীরা জীবন দিচ্ছে। সরকার আন্দোলনকে ভিন্নপথে নিতে কখনো জঙ্গি, কখনো আগুন সন্ত্রাসের নাটক সাজান। 

আজ রোববার নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির আহত নেতা কর্মীদের মধ্যে সহায়তা দিতে এসে তিনি এই মন্তব্য করেন। 

রিজভী বলেন, ‘মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে এই আশায় বিএনপির নেতা কর্মীরা জীবন দিচ্ছে। ওবায়দুল কাদের বলে, বিএনপির বিরুদ্ধে ভিসানীতি দিতে। আমরা তো ভোট চুরি করিনি। বিদেশে বসে স্ট্যাটাস দেওয়ায় বাংলাদেশে তার মাকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে ভিসানীতি কাদের বিরুদ্ধে হবে। 

তিনি বলেন, ওবায়দুল কাদের, নিজেকে আয়নার দিকে তাকিয়ে দেখুন। জনগণের ভোটাধিকার হরণের জন্য গুলি করে হত্যা করছেন। শুধু শেখ পরিবারকে ক্ষমতায় থাকার জন্য ৩০ লাখ মানুষ তো জীবন দেয়নি। 

ডিজিটাল নিরাপত্তা আইনে এক বছর বন্দী খাদিজা প্রসঙ্গে বলেন, ‘খাদিজা নামের একটি মেয়ে ফেসবুকে তার মত প্রকাশ করেছে। সে আজ এক বছর ধরে জেলে বন্দী। শেখ হাসিনা মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে চায়। তিনি বাংলাদেশকে গোরস্থানে পরিণত করেছেন। 

তিনি চোখে গুলিবিদ্ধ বিএনপি কর্মী টিটুর প্রতি সমবেদনা জানিয়ে বলেন, চোখ চলে গেলে যে গোটা দুনিয়া অন্ধ হয়ে যায়। টিটুর মতো সাহসীরা জীবন বাজি রেখে লড়াই করে। টিটুর মতো অনেকেই আজ অন্ধ হয়ে গেছে। যারা তার চোখের আলো কেড়ে নিয়েছে, তারা মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। 

এ সময় ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক বিষয়ক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, জেলা বিএনপি নেতা মাহমুদুর রহমান সুমন, মাসুকুল ইসলাম রাজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত