মারুফ কিবরিয়া, ঢাকা
রাজধানীতে একদিন হাতে রেখে কোরবানির পশু কেনার চিত্রটা বেশ পুরনো। এদিন পশু বিক্রি যেমন বাড়ে, তেমনি বিক্রেতারা দরদাম কিছুটা ছেড়ে দেন। তাই সবার দৃষ্টি থাকে সেই দিনটার দিকে।
এ জন্য গতকাল শুক্রবার বিকেল থেকে রাজধানীর পশুর হাটগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কিন্তু সন্ধ্যা নামতেই যেন হাহুতাশ দেখা যায় ক্রেতাদের মধ্যে। কারণ চাহিদার তুলনায় হাটে পর্যাপ্ত পশু ছিল না। আর যা ছিল ক্রেতার বাজেটের চেয়ে কয়েকগুণ বেশি। কেউ কেউ হাজার খানেক গরু দেখেও কিনতে পারছিলেন না। এ চিত্র রাজধানীর আফতাব নগর কোরবানির পশুর হাটের।
এই হাটে গতকাল বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত ১২টা পর্যন্ত ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। একই অবস্থা আজ শনিবারেরও। ক্রেতাদের অভিযোগ, গরু পছন্দ হলেও বেপারিরা দাম ছাড়ছেন না। সে সঙ্গে একরোখা আচরণও করার অভিযোগ করেছেন অনেক ক্রেতা।
বাড্ডা থেকে আসা মাহবুবে কিবরিয়া বলেন, ‘ছয় ঘণ্টা ধরে হাটে ঘুরছি। দাম ছাড়ছে না। যে গরুটা ৬৫ হাজার হলে ঠিক আছে সেটি ৯৫ হাজারের নিচে দেবে না। আর দাম কম বললেই বেপারিদের মন খারাপ হয়ে যাচ্ছে।’
রাজু নামের আরেক ক্রেতার দাবি, ‘হাটে গরুর সংকট আছে। যে কারণে বেপারিরা চড়া দাম হাঁকাচ্ছেন।’ তিনি বলেন, সাধারণত ঈদের একদিন আগে দাম কমে যায়। কিন্তু এবার মনে হচ্ছে বেপারিরা সিন্ডিকেট গড়েছেন। তাদের সঙ্গে কথাই বলা যায় না।
লিংকন নামের এক ক্রেতা এসেছেন বাড্ডা সাতারকুল থেকে। তিনি বলেন, ‘সাঈদনগর হাট ঘুরেছি। সেখানেও চড়া দাম। ছোট গরুতে হাত দিলেও সেটা ৯০ হাজার দাম চায়। আর এখানে তো তিনঘণ্টা ঘুরে গরুই পাচ্ছি না।’
এসব অভিযোগ অবশ্য বেপারিরা মানছেন না। তাঁরা বলছেন, এবার পশুর খাবারের দাম বেড়ে যাওয়ায় কিছুটা দাম বেশি।
ঝিনাইদহ থেকে আসা বেপারি শাহিন বলেন, ‘আমার ২২টা গরু মাঝারি সাইজের। গরুর দাম বেশি ধরি না। বেশি ধরলে তো বেচা যাবে না। এবার খাবারের দাম বেশি। আর ট্রাকের ভাড়াও বেশি।’
রাজধানীতে একদিন হাতে রেখে কোরবানির পশু কেনার চিত্রটা বেশ পুরনো। এদিন পশু বিক্রি যেমন বাড়ে, তেমনি বিক্রেতারা দরদাম কিছুটা ছেড়ে দেন। তাই সবার দৃষ্টি থাকে সেই দিনটার দিকে।
এ জন্য গতকাল শুক্রবার বিকেল থেকে রাজধানীর পশুর হাটগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কিন্তু সন্ধ্যা নামতেই যেন হাহুতাশ দেখা যায় ক্রেতাদের মধ্যে। কারণ চাহিদার তুলনায় হাটে পর্যাপ্ত পশু ছিল না। আর যা ছিল ক্রেতার বাজেটের চেয়ে কয়েকগুণ বেশি। কেউ কেউ হাজার খানেক গরু দেখেও কিনতে পারছিলেন না। এ চিত্র রাজধানীর আফতাব নগর কোরবানির পশুর হাটের।
এই হাটে গতকাল বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত ১২টা পর্যন্ত ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। একই অবস্থা আজ শনিবারেরও। ক্রেতাদের অভিযোগ, গরু পছন্দ হলেও বেপারিরা দাম ছাড়ছেন না। সে সঙ্গে একরোখা আচরণও করার অভিযোগ করেছেন অনেক ক্রেতা।
বাড্ডা থেকে আসা মাহবুবে কিবরিয়া বলেন, ‘ছয় ঘণ্টা ধরে হাটে ঘুরছি। দাম ছাড়ছে না। যে গরুটা ৬৫ হাজার হলে ঠিক আছে সেটি ৯৫ হাজারের নিচে দেবে না। আর দাম কম বললেই বেপারিদের মন খারাপ হয়ে যাচ্ছে।’
রাজু নামের আরেক ক্রেতার দাবি, ‘হাটে গরুর সংকট আছে। যে কারণে বেপারিরা চড়া দাম হাঁকাচ্ছেন।’ তিনি বলেন, সাধারণত ঈদের একদিন আগে দাম কমে যায়। কিন্তু এবার মনে হচ্ছে বেপারিরা সিন্ডিকেট গড়েছেন। তাদের সঙ্গে কথাই বলা যায় না।
লিংকন নামের এক ক্রেতা এসেছেন বাড্ডা সাতারকুল থেকে। তিনি বলেন, ‘সাঈদনগর হাট ঘুরেছি। সেখানেও চড়া দাম। ছোট গরুতে হাত দিলেও সেটা ৯০ হাজার দাম চায়। আর এখানে তো তিনঘণ্টা ঘুরে গরুই পাচ্ছি না।’
এসব অভিযোগ অবশ্য বেপারিরা মানছেন না। তাঁরা বলছেন, এবার পশুর খাবারের দাম বেড়ে যাওয়ায় কিছুটা দাম বেশি।
ঝিনাইদহ থেকে আসা বেপারি শাহিন বলেন, ‘আমার ২২টা গরু মাঝারি সাইজের। গরুর দাম বেশি ধরি না। বেশি ধরলে তো বেচা যাবে না। এবার খাবারের দাম বেশি। আর ট্রাকের ভাড়াও বেশি।’
সিলেটের গোয়াইনঘাটে মিষ্টির দোকানে এক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার জাফলংয়ের মামার বাজার মন্দিরসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম রাজীব সরকার (৩০)। তিনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে।
৩ মিনিট আগেরাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধন থেকে তাঁরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
৫ মিনিট আগেসুনামগঞ্জ মেডিকেল কলেজে দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রোন ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
১৩ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে এক যুবক তাঁর স্ত্রীকে খোলা তালাক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক বছরের স্বামী–স্ত্রীর দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন বলে দাবি আব্দুর রহিমের ছেলে মো. সোহাগ ইসলামের।
১৫ মিনিট আগে