অনলাইন ডেস্ক
ঘোষণার দেড় মাস পর অবশেষে শুরু হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশনের কাজ। আজ রাজধানীর দোয়েল চত্বরে বাংলাদেশ শিশু একাডেমিতে এই কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হবে। দুপুর দুইটায় শুরু হবে সভা। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলে এ সব তথ্য জানা গেছে।
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক আজকের পত্রিকাকে বলেন, ‘শিশু একাডেমিতে আমাদের কার্যালয় নির্ধারণ হয়েছে। বৈঠকে সদস্যদের সঙ্গে কথা বলে আমরা পরবর্তী করণীয় নির্ধারণ করব।’
নারী বিষয়ক সংস্কার কমিশনের অন্য সদস্যরা হলেন, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহীন সুলতান, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (অবৈতনিক) নির্বাহী পরিচালক সারা হোসেন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরোজ, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার, নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আক্তার, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, এশিয়ান উন্নয়ন ব্যাংকের সিনিয়র সামাজিক উন্নয়ন উপদেষ্টা ফেরদৌসী সুলতানা ও শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সর্বস্তরে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন বিষয়ে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে কাজ করবে ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’। কমিশনের কার্যপ্রক্রিয়াতে বলা হয়েছে, কমিশন অবিলম্বে কার্যক্রম শুরু করবে এবং সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রস্তুত করা প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে।
কমিশনের একাধিক সদস্য জানান, সংস্কার কমিশনের ঘোষণা দেওয়ার পর কমিশন গঠনে লেগে গেছে এক মাস। কমিশন গঠন করে প্রজ্ঞাপন এলেও কোথায় কার্যালয় হবে সেই সিদ্ধান্ত আসে আরও আট দশ দিন পরে। এ কারণে সদস্যরা চাইলেও আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারেননি।
সংস্কার কমিশনের প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। আর কমিটির সদস্যরা প্রতিটি সভায় অংশ নেওয়ার ক্ষেত্রে সরকারি চাকরিতে নিয়জিতরা ৫ হাজার টাকা এবং অন্যরা ১০ হাজার টাকা সম্মানী পাবেন। তবে কমিশন প্রধান বা কোনো সদস্য দায়িত্ব পালনের জন্য বেতন বা অন্য কোনো সুযোগ-সুবিধা না নিতে চাইলে তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করবেন।
গত ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুদক ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। ৬ অক্টোবর গঠন করা হয় সংবিধান সংস্কার কমিশন। এরপর গত ১৭ অক্টোবর নারী বিষয়ক সংস্কার কমিশনসহ চারটি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এর এক মাস পর গত ১৮ নভেম্বর এই চারটিসহ মোট পাঁচটি কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি হয়। বাকি কমিশনগুলো হলো, গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন।
ঘোষণার দেড় মাস পর অবশেষে শুরু হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশনের কাজ। আজ রাজধানীর দোয়েল চত্বরে বাংলাদেশ শিশু একাডেমিতে এই কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হবে। দুপুর দুইটায় শুরু হবে সভা। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলে এ সব তথ্য জানা গেছে।
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক আজকের পত্রিকাকে বলেন, ‘শিশু একাডেমিতে আমাদের কার্যালয় নির্ধারণ হয়েছে। বৈঠকে সদস্যদের সঙ্গে কথা বলে আমরা পরবর্তী করণীয় নির্ধারণ করব।’
নারী বিষয়ক সংস্কার কমিশনের অন্য সদস্যরা হলেন, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহীন সুলতান, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (অবৈতনিক) নির্বাহী পরিচালক সারা হোসেন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরোজ, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার, নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আক্তার, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, এশিয়ান উন্নয়ন ব্যাংকের সিনিয়র সামাজিক উন্নয়ন উপদেষ্টা ফেরদৌসী সুলতানা ও শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সর্বস্তরে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন বিষয়ে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে কাজ করবে ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’। কমিশনের কার্যপ্রক্রিয়াতে বলা হয়েছে, কমিশন অবিলম্বে কার্যক্রম শুরু করবে এবং সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রস্তুত করা প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে।
কমিশনের একাধিক সদস্য জানান, সংস্কার কমিশনের ঘোষণা দেওয়ার পর কমিশন গঠনে লেগে গেছে এক মাস। কমিশন গঠন করে প্রজ্ঞাপন এলেও কোথায় কার্যালয় হবে সেই সিদ্ধান্ত আসে আরও আট দশ দিন পরে। এ কারণে সদস্যরা চাইলেও আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারেননি।
সংস্কার কমিশনের প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। আর কমিটির সদস্যরা প্রতিটি সভায় অংশ নেওয়ার ক্ষেত্রে সরকারি চাকরিতে নিয়জিতরা ৫ হাজার টাকা এবং অন্যরা ১০ হাজার টাকা সম্মানী পাবেন। তবে কমিশন প্রধান বা কোনো সদস্য দায়িত্ব পালনের জন্য বেতন বা অন্য কোনো সুযোগ-সুবিধা না নিতে চাইলে তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করবেন।
গত ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুদক ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। ৬ অক্টোবর গঠন করা হয় সংবিধান সংস্কার কমিশন। এরপর গত ১৭ অক্টোবর নারী বিষয়ক সংস্কার কমিশনসহ চারটি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এর এক মাস পর গত ১৮ নভেম্বর এই চারটিসহ মোট পাঁচটি কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি হয়। বাকি কমিশনগুলো হলো, গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন।
রাজধানীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় ১ ঘণ্টা পর উদ্ধার করা হয় এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে। তখনো তাঁর দেহে প্রাণ ছিল। প্যারাস্যুট না খোলায় পাইলট অনিয়ন্ত্রিত গতিতে মূল দুর্ঘটনাস্থলের অদূরেই পড়ে গুরুতর আহত হন। তবে ভয়াবহ..
৩ ঘণ্টা আগেঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে উজিরপুরের জয়শ্রী পর্যন্ত ২৩ কিলোমিটার অংশে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ করা হচ্ছে। কিন্তু সেই কাজ শেষ না হতেই আবার অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত দূরপাল্লার বাস, ট্রাকসহ স্থানীয় যানবাহন।
৩ ঘণ্টা আগেআসল দুধের সঙ্গে সোডা, পাম তেল, ডিটারজেন্ট, হাইড্রোজেন পার-অক্সাইডসহ বিভিন্ন উপাদান মিশিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরি করা হতো। সরবরাহ করা হতো স্থানীয় প্রাণ দুগ্ধ সংগ্রহ কেন্দ্রে। সেই দুধ চলে যেত রাজধানী ঢাকাসহ সারা দেশে।
৩ ঘণ্টা আগেগ্রামীণ এলাকায় গড়ে তোলা হয়েছে মুরগির খামার। সেই খামারের গন্ধ ছড়িয়ে পড়ছে বসতবাড়িতে। এখানেই শেষ নয়, মুরগির বিষ্ঠা ফেলা হচ্ছে গ্রামের খালে। এতে দুর্গন্ধ যেমন ছড়াচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে জলাধারের পরিবেশ। এলাকাবাসী অভিযোগ করলে দেওয়া হচ্ছে হুমকি। প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার পরও থামছে না পরিবেশদূষণ।
৪ ঘণ্টা আগে