Ajker Patrika

দৌলতদিয়া ফেরি ঘাটে যাত্রীর চাপ নেই

প্রতিনিধি, রাজবাড়ী
দৌলতদিয়া ফেরি ঘাটে যাত্রীর চাপ নেই

দেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। শিল্পকারখানা খুলে দেওয়ার কারণে গত কয়েক দিন ধরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও আজ সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

আজ সোমবার সকাল ৭টায় সরেজমিনে দেখা যায়, ঘাট এলাকায় নেই যানবাহনের সাড়ি, যাত্রীদের নেই কোনো ভিড়। পদ্মা পার হতে আসা যানবাহন গুলো কোন প্রকার ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠে গন্তব্যে চলে যাচ্ছে। পণ্যবাহী ট্রাক ও রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপারের জন্য স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল। ফলে যাত্রী ও যানবাহনের অপেক্ষায় থাকছে ফেরিগুলো। 

ফরিদপুর থেকে ঢাকামুখী আল আমিন জানান, ছুটি শেষ তাই ঢাকায় যাচ্ছি। বাড়ি থেকে মাহেন্দ্রে ঘাটে এসেছি। যাত্রীর কোন চাপ নেই। ঘাট এলাকা একেবারেই ফাঁকা। অনেক স্বস্তিতে ফেরি পার হতে পারব। 

স্বাভাবিকভাবে ফেরি চলাচল করছেস্থানীয় রফিকুল ইসলাম বলেন, গত দুই দিন ঘাট এলাকায় পা রাখার জায়গা ছিল না। হাজার হাজার মানুষ ঢাকায় গেছে। আজ সকাল থেকে কোন চাপ নেই। প্রতিটি ফেরিকে অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রী ও যানবাহনের জন‍্য। 

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক শিহাব উদ্দিন জানায়, অ‍্যাম্বুলেন্স ও পণ‍্যবাহী ট্রাক পারাপারের জন‍্য এই রুটে সীমিত ফেরি চলাচল করছে। যাত্রী ও যানবাহনে কোন চাপ নেই। ঘাট পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই রুটে ছোট বড় মিলে চারটি ফেরি চলাচল করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত