Ajker Patrika

গাজীপুরে মোঘর খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২৫, ১৭: ০৯
গাজীপুরে খাল পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরে খাল পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

পরিবেশবাদীদের দাবি ও নগরবাসীর জলাবদ্ধতার দুর্ভোগ লাঘবে গাজীপুর সিটি করপোরেশন মোঘর খাল পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। সেনাবাহিনীর সহায়তায় খালটির সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, খনন ও পরিষ্কার কার্যক্রম চলছে।

আজ শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকা থেকে খালের উৎসমুখে অভিযান শুরু হয়। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী মো. রাসেলসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোগড়া থেকে শুরু হয়ে মোঘর খাল পূর্ব চান্দনা, খাইলকুর, হায়দরাবাদ হয়ে হায়দরাবাদ খালে মিলিত হয় এবং পরে নিমতলী খাল হয়ে টঙ্গী নদীতে পতিত হয়। ম্যাপে এটি ‘গাছা খাল’ নামে চিহ্নিত। মহানগরীর বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে এ খাল গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও দূষণে প্রায় অকার্যকর হয়ে পড়েছিল।

কলকারখানার রাসায়নিক বর্জ্য ও দখলদারির কারণে খালটির স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছিল। এ কারণে স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে খালটির পুনরুদ্ধারের দাবি জানিয়ে আসছিল।

সিটি করপোরেশন সেনাবাহিনীর সহায়তায় সীমানা নির্ধারণ করে খালের অবৈধ দখল উচ্ছেদ, খনন ও ময়লা অপসারণ শুরু করেছে। অপসারিত মাটি ও বর্জ্য খালের পাশে না রেখে সরাসরি ট্রাকে করে ডাম্পিং পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে।

বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, ‘খালটি মৃতপ্রায় অবস্থায় চলে গিয়েছিল। দীর্ঘদিনের দাবির পর পুনরুদ্ধার কার্যক্রম শুরু হওয়ায় আমরা সিটি করপোরেশনকে সাধুবাদ জানাই। তবে টেকসই করতে হলে স্থায়ীভাবে সীমানা নির্ধারণ ও বর্জ্য নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।’

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফুদ্দিন আহমেদ চৌধুরী জানান, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় খালটি পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। কাজ সম্পন্ন হলে আশপাশের মানুষের দুর্ভোগ লাঘব হবে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন, পরিস্থিতি নিয়ে যা বলছে রাজনৈতিক দল ও উপদেষ্টারা

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ লেখা পোস্টটি সরিয়ে ফেললেন ফয়েজ তৈয়্যব

পার্লামেন্টে জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় জানালেন এমপি

দেশে ফিরলেন আওয়ামী লীগ নেতা, বিমানবন্দরে গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি: অর্ধেক সনদ যাচাই শেষ, গরমিল ৪ শতাংশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত