নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের এক দশক পেরিয়ে গেলেও মামলার কোনো কূলকিনারা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকেরা। এ ব্যাপারে অতি দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।
আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগর-রুনি হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশে এ ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক সমাজ।
সাংবাদিকনেতারা বলেন, এমন স্পর্শকাতর একটা হত্যাকাণ্ডের তদন্ত শেষ না হওয়া হতাশাজনক। মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় বারবার পেছানোয় সাংবাদিক সমাজ ক্ষুব্ধ বলেও জানান তাঁরা। অবিলম্বে তদন্ত শেষ করে মামলার রায় দেওয়ার আহ্বান জানান সাংবাদিকনেতারা।
সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, ‘সাংবাদিক পেশার দুজন মানুষকে এক দশক আগে হত্যা করা হয়েছে। তাঁদের হত্যাকারীদের প্রশাসন এখনো গ্রেপ্তার না করায় ক্ষোভ জানাচ্ছি। আদালত যদি এ বিচারের দিকে সুদৃষ্টি দেন, তবে সারা দেশের মানুষের প্রত্যাশা—বিচার দ্রুত শেষ হবে।’
সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, ‘২০১২ সালের এ দিনে সাগর সরওয়ার ও মেহেরুন রুনি খুন হন। ওই বছর আমাদের প্রতিবাদের বছর ছিল। সারা দেশে দলমত-নির্বিশেষে যে ঐক্য গড়ে উঠেছিল সেটির কেন্দ্রবিন্দুতে ছিল এ ডিআরইউ। কিন্তু আজ পর্যন্ত আমরা সেই বিচার পাইনি। দফায় দফায় তদন্ত প্রতিবেদনের সময় বাড়ানো হয়েছে ৮৫ বার। হয়তো কয়েক দিন পরে সেটি ১০০ পার হয়ে যাবে। সেটি না করে দ্রুত আমরা বিচার চাই।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, ‘জনগণের ট্যাক্সের টাকায় তদন্তকারী কর্মকর্তার ভরণপোষণের খরচ আসে। সেটা নিয়ে সে যদি দায়িত্ব পালন না করে তাহলে তাঁকে বরখাস্ত করা উচিত। আমরা ১০ বছর ধরে স্মারকলিপি দিয়ে আসছি, তা কোনো কাজে আসেনি। এবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী—সব জায়গায় স্মারকলিপি জমা দেব। সেই সঙ্গে ডেডলাইন জানতে চাইব, ঠিক কবে নাগাদ এই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।’ আগামী রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথাও জানান ডিআরইউ সভাপতি।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের এক দশক পেরিয়ে গেলেও মামলার কোনো কূলকিনারা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকেরা। এ ব্যাপারে অতি দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।
আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগর-রুনি হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশে এ ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক সমাজ।
সাংবাদিকনেতারা বলেন, এমন স্পর্শকাতর একটা হত্যাকাণ্ডের তদন্ত শেষ না হওয়া হতাশাজনক। মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় বারবার পেছানোয় সাংবাদিক সমাজ ক্ষুব্ধ বলেও জানান তাঁরা। অবিলম্বে তদন্ত শেষ করে মামলার রায় দেওয়ার আহ্বান জানান সাংবাদিকনেতারা।
সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, ‘সাংবাদিক পেশার দুজন মানুষকে এক দশক আগে হত্যা করা হয়েছে। তাঁদের হত্যাকারীদের প্রশাসন এখনো গ্রেপ্তার না করায় ক্ষোভ জানাচ্ছি। আদালত যদি এ বিচারের দিকে সুদৃষ্টি দেন, তবে সারা দেশের মানুষের প্রত্যাশা—বিচার দ্রুত শেষ হবে।’
সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, ‘২০১২ সালের এ দিনে সাগর সরওয়ার ও মেহেরুন রুনি খুন হন। ওই বছর আমাদের প্রতিবাদের বছর ছিল। সারা দেশে দলমত-নির্বিশেষে যে ঐক্য গড়ে উঠেছিল সেটির কেন্দ্রবিন্দুতে ছিল এ ডিআরইউ। কিন্তু আজ পর্যন্ত আমরা সেই বিচার পাইনি। দফায় দফায় তদন্ত প্রতিবেদনের সময় বাড়ানো হয়েছে ৮৫ বার। হয়তো কয়েক দিন পরে সেটি ১০০ পার হয়ে যাবে। সেটি না করে দ্রুত আমরা বিচার চাই।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, ‘জনগণের ট্যাক্সের টাকায় তদন্তকারী কর্মকর্তার ভরণপোষণের খরচ আসে। সেটা নিয়ে সে যদি দায়িত্ব পালন না করে তাহলে তাঁকে বরখাস্ত করা উচিত। আমরা ১০ বছর ধরে স্মারকলিপি দিয়ে আসছি, তা কোনো কাজে আসেনি। এবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী—সব জায়গায় স্মারকলিপি জমা দেব। সেই সঙ্গে ডেডলাইন জানতে চাইব, ঠিক কবে নাগাদ এই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।’ আগামী রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথাও জানান ডিআরইউ সভাপতি।
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার তথ্যপ্রযুক্তির সহায়তায় নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৭ মিনিট আগেনগরবাসীর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্দেশ্যে ২০২১ সালের ডিসেম্বরে কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৯০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। দুই কোটি টাকার বেশি ব্যয়ে স্থাপিত এসব ক্যামেরায় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় গাড়ির নম্বর শনাক্তকরণ...
৩ ঘণ্টা আগেরাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
৬ ঘণ্টা আগে