নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতের মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের বেদ, গীতা, রামায়ণ ও মহাভারত পড়ানোর সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। আজ বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানিয়েছেন তিনি।
বিবৃতিতে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার নামে সুকৌশলে মুসলমানদের হিন্দু বানানোর গভীর চক্রান্ত করছে। ভারত হচ্ছে বহুত্ববাদী সংস্কৃতির দেশ। সে দেশে সংস্কৃতি রক্ষার নামে মুসলমানদের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান মাদ্রাসায় হিন্দু গ্রন্থ পড়ানোর প্রস্তাব মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের নামান্তর।’
ভারতের সরকারকে এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, ‘ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। প্রত্যেক নাগরিক নিজ নিজ ধর্ম পালন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মুসলমানদের ওপরে অন্য ধর্মের গ্রন্থ চাপিয়ে দেওয়া—এটা অন্যায়।’
চরমোনাই পীর আরও বলেন, ‘ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দাবি করলেও কার্যত তারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না। তারা মুসলমানদের দমিয়ে রাখতে এহেন চেষ্টা নাই, যা তারা করছে না। ভারতবর্ষকে মুসলিম শূন্য করার যে চেষ্টা করা হচ্ছে, তা কখনো সফল হবে না।’
ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি কোনোভাবেই কাম্য নয় জানিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘যার যার ধর্ম সে পালন করবে। মাদ্রাসাগুলোতে রামায়ণ পড়ানোর যে সিদ্ধান্ত ভারত নিয়েছে, তা সম্প্রীতি বিনষ্ট করবে। মানুষকে সহিংস করে তুলবে। কাজেই এ ধরনের স্ববিরোধী সিদ্ধান্ত ভারতকে প্রত্যাহার করতে হবে।’
এ সিদ্ধান্ত উসকানিমূলক দাবি করে চরমোনাই পীর বলেন, ‘যদি মাদ্রাসাগুলোতে রামায়ণ পড়ানো হয়, তাহলে স্কুলগুলোতে কি কোরআন পড়ানো হবে? যদি না হয় তাহলে উসকানিমূলক সিদ্ধান্ত থেকে ভারতকে সরে আসতে হবে।’
ভারতের মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের বেদ, গীতা, রামায়ণ ও মহাভারত পড়ানোর সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। আজ বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানিয়েছেন তিনি।
বিবৃতিতে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার নামে সুকৌশলে মুসলমানদের হিন্দু বানানোর গভীর চক্রান্ত করছে। ভারত হচ্ছে বহুত্ববাদী সংস্কৃতির দেশ। সে দেশে সংস্কৃতি রক্ষার নামে মুসলমানদের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান মাদ্রাসায় হিন্দু গ্রন্থ পড়ানোর প্রস্তাব মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের নামান্তর।’
ভারতের সরকারকে এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, ‘ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। প্রত্যেক নাগরিক নিজ নিজ ধর্ম পালন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মুসলমানদের ওপরে অন্য ধর্মের গ্রন্থ চাপিয়ে দেওয়া—এটা অন্যায়।’
চরমোনাই পীর আরও বলেন, ‘ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দাবি করলেও কার্যত তারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না। তারা মুসলমানদের দমিয়ে রাখতে এহেন চেষ্টা নাই, যা তারা করছে না। ভারতবর্ষকে মুসলিম শূন্য করার যে চেষ্টা করা হচ্ছে, তা কখনো সফল হবে না।’
ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি কোনোভাবেই কাম্য নয় জানিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘যার যার ধর্ম সে পালন করবে। মাদ্রাসাগুলোতে রামায়ণ পড়ানোর যে সিদ্ধান্ত ভারত নিয়েছে, তা সম্প্রীতি বিনষ্ট করবে। মানুষকে সহিংস করে তুলবে। কাজেই এ ধরনের স্ববিরোধী সিদ্ধান্ত ভারতকে প্রত্যাহার করতে হবে।’
এ সিদ্ধান্ত উসকানিমূলক দাবি করে চরমোনাই পীর বলেন, ‘যদি মাদ্রাসাগুলোতে রামায়ণ পড়ানো হয়, তাহলে স্কুলগুলোতে কি কোরআন পড়ানো হবে? যদি না হয় তাহলে উসকানিমূলক সিদ্ধান্ত থেকে ভারতকে সরে আসতে হবে।’
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
৩৭ মিনিট আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
১ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
১ ঘণ্টা আগে