টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে সন্তানসহ এক হিজড়াকে আটকের প্রতিবাদে টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালিয়েছে একদল হিজড়া। এ সময় হিজড়াদের আক্রমণে এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। ভাঙচুরের ঘটনায় আরও তিন হিজড়াকে আটক করা হয়েছে।
মনিকা নামের এক হিজড়াকে আটকের প্রতিবাদে থানা ভাঙচুরের ঘটনাটি ঘটে। মনিকা জানান, তাঁর বাড়ি জামালপুরের মেলান্দ উপজেলার শেহরীপূর্বপাড়া গ্রামে। তাঁর নাম ছিল কামরুজ্জামান। ২০১০ সালে পারিবারিকভাবে একই উপজেলার পপি খাতুন নামের এক নারীর সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের দুই বছর পর তাঁদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। এরপর থেকেই তাঁর শারীরিক পরিবর্তন হতে থাকে। এ কারণে তাঁর স্ত্রী পপি খাতুন তাঁকে ছেড়ে তাঁর চাচাতো ভাইকে বিয়ে করে অন্যত্র চলে যায়। ২০১৮ সালে তিনি হিজড়ায় পরিণত হয়ে নাম রাখেন মনিকা। এরপর থেকেই তিনি তাঁর কন্যা সন্তানকে লালন পালন করছেন। তিনি শনিবার ঢাকা থেকে মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি জামালপুরে আসেন। বুধবার ঢাকায় ফেরার সময় তাঁকে আটক করে পুলিশ।
সদর থানার ইন্সপেক্টর শামীম হোসেন বলেন, ‘মনিকা তাঁর মেয়েকে নিয়ে ঢাকায় ফিরছিলেন। হিজড়ার কোলে সন্তান দেখে বাসে অন্যান্য যাত্রীদের সন্দেহ হয়। এরপর এক নারী যাত্রী ৯৯৯-এ ফোন করে জানায়। পরে তাঁকে শহরের রাবনা বাইপাস মোড় থেকে সন্দেহমূলকভাবে আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। এ খবর পেয়ে কয়েকজন হিজড়া থানায় হামলা চালায়। তাঁরা ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে। এ সময় তিন হিজড়াকে আটক করা হয়।’
শামীম হোসেন আরও জানান, মনিকা ওরফে কামরুজ্জামানের সাবেক স্ত্রী পপি খাতুনকে খবর দেওয়া হয়েছিল। তিনি এসেছেন এবং তাঁর সঙ্গে কথা বলে জানা গেছে যে সন্তান তাদেরই। তাঁর স্বামীর শারীরিক পরিবর্তন হওয়ায় তিনি তাঁকে তালাক দিয়েছেন। এ কারণে তাঁর সন্তানটি স্বামী মনিকা ওরফে কামরুজ্জামানের কাছেই থাকে। এ জন্য মনিকাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর আটককৃত তিনজনের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
টাঙ্গাইলে সন্তানসহ এক হিজড়াকে আটকের প্রতিবাদে টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালিয়েছে একদল হিজড়া। এ সময় হিজড়াদের আক্রমণে এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। ভাঙচুরের ঘটনায় আরও তিন হিজড়াকে আটক করা হয়েছে।
মনিকা নামের এক হিজড়াকে আটকের প্রতিবাদে থানা ভাঙচুরের ঘটনাটি ঘটে। মনিকা জানান, তাঁর বাড়ি জামালপুরের মেলান্দ উপজেলার শেহরীপূর্বপাড়া গ্রামে। তাঁর নাম ছিল কামরুজ্জামান। ২০১০ সালে পারিবারিকভাবে একই উপজেলার পপি খাতুন নামের এক নারীর সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের দুই বছর পর তাঁদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। এরপর থেকেই তাঁর শারীরিক পরিবর্তন হতে থাকে। এ কারণে তাঁর স্ত্রী পপি খাতুন তাঁকে ছেড়ে তাঁর চাচাতো ভাইকে বিয়ে করে অন্যত্র চলে যায়। ২০১৮ সালে তিনি হিজড়ায় পরিণত হয়ে নাম রাখেন মনিকা। এরপর থেকেই তিনি তাঁর কন্যা সন্তানকে লালন পালন করছেন। তিনি শনিবার ঢাকা থেকে মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি জামালপুরে আসেন। বুধবার ঢাকায় ফেরার সময় তাঁকে আটক করে পুলিশ।
সদর থানার ইন্সপেক্টর শামীম হোসেন বলেন, ‘মনিকা তাঁর মেয়েকে নিয়ে ঢাকায় ফিরছিলেন। হিজড়ার কোলে সন্তান দেখে বাসে অন্যান্য যাত্রীদের সন্দেহ হয়। এরপর এক নারী যাত্রী ৯৯৯-এ ফোন করে জানায়। পরে তাঁকে শহরের রাবনা বাইপাস মোড় থেকে সন্দেহমূলকভাবে আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। এ খবর পেয়ে কয়েকজন হিজড়া থানায় হামলা চালায়। তাঁরা ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে। এ সময় তিন হিজড়াকে আটক করা হয়।’
শামীম হোসেন আরও জানান, মনিকা ওরফে কামরুজ্জামানের সাবেক স্ত্রী পপি খাতুনকে খবর দেওয়া হয়েছিল। তিনি এসেছেন এবং তাঁর সঙ্গে কথা বলে জানা গেছে যে সন্তান তাদেরই। তাঁর স্বামীর শারীরিক পরিবর্তন হওয়ায় তিনি তাঁকে তালাক দিয়েছেন। এ কারণে তাঁর সন্তানটি স্বামী মনিকা ওরফে কামরুজ্জামানের কাছেই থাকে। এ জন্য মনিকাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর আটককৃত তিনজনের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কুর্মিটোলা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, ফায়ার সার্ভিসের দুটি ও নৌবাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে রেস্তোরাঁয় আগুন লাগে। এতে সেখানে থাকা আসবাব ও মালপত্র পুড়ে ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
৫ মিনিট আগেঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ৩০ জনের অবস্থা বিপজ্জনক। এই ৩০ জনের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী
৮ মিনিট আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আব্দুল্লাহ শামীমকে (১৩) শরীয়তপুরে তার বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার সখীপুরের ডিএমখালী চরভয়রা উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
২৩ মিনিট আগেঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগরের লাশ তাঁর রাজশাহীর বাসায় পৌঁছেছে। আজ মঙ্গলবার বেলা ২টা ৫৫ মিনিটে বিমানবাহিনীর হেলিকপ্টারে তাঁর লাশ রাজশাহী ক্যান্টনমেন্টে আনা হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে ৩টা ২০ মিনিটে ক্যান্টনমেন্টের পাশেই নগরের উপশহরের ৩ নম্বর সেক্টরে একটি
২৭ মিনিট আগে