Ajker Patrika

সিদ্ধিরগঞ্জ থানা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৭: ২৯
সিদ্ধিরগঞ্জ থানা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের কার্যালয়ে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। সেই তছনছ হয়ে থাকা থানা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। 

এ সময় র‍্যাব-১১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা শিক্ষার্থীদের সঙ্গে ঘুরে ঘুরে থানা পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই পরিষ্কার কার্যক্রম শুরু করেন। 

সরেজমিনে দেখা গেছে, ৭০ জনের বেশি স্কুল-কলেজে ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লন্ডভন্ড পুরো থানা প্রাঙ্গণ পরিষ্কারের কাজ করছেন। এ ছাড়া শিক্ষার্থীদের কাজ করার সময় হাতে-পায়ে কোনো আঘাত পেলে তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবস্থা করে র‍্যাব। 

শিক্ষার্থীদের সহযোগিতা করতে দেখা যায় র‍্যাব-১১-এর সদস্যদের। শিক্ষার্থীরা নিজ উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাবের পাহারায় এই কার্যক্রম পরিচালনা করছেন বলে জানিয়েছেন। 

থানা প্রাঙ্গণ পরিদর্শন শেষে র‍্যাব-১১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, ‘শিক্ষার্থীরা নিজ উদ্যোগে একটি ভালো কাজ করছেন। আমরা র‍্যাব-১১ তাদের সহযোগিতায় পাশে আছি।’

জনসাধারণের জানমালে হামলার ঘটনার তথ্য পেলে র‍্যাবকে সেই তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত