নিজস্ব প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের ভবন নির্মাণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। একদিকে ভবন নির্মাণের দাবিতে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন, অন্যদিকে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন এবং পরিবেশ রক্ষার পক্ষে অবস্থান নিয়েছেন অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা।
চারুকলা বিভাগের শিক্ষার্থীরা গতকাল সোমবার দুপুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় তাঁরা ভবনের ফটকে তালা লাগিয়ে দেন, ফলে কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা ভেতরে আটকা পড়েন। রাত ৮টার দিকে উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন এবং ২৮ নভেম্বর আলোচনায় বসার আশ্বাস দেন। পরে রাত সোয়া ১১টায় আন্দোলনকারীরা হলে ফিরে যান।
অন্যদিকে রাত সাড়ে ১০টার দিকে পরিবেশ রক্ষার দাবিতে বিরোধী শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নেন। তাঁরা চারুকলা ভবন নির্মাণের বিরুদ্ধে স্লোগান দেন এবং ভবিষ্যতে পরিবেশ সুরক্ষায় প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন মাসে বাংলাদেশ-ভারত যৌথ অর্থায়নে চারুকলা ভবনের নির্মাণকাজ শুরু হয়। ভবন নির্মাণের জন্য যে স্থানটি নির্ধারণ করা হয়েছে, সেটি অতিথি পাখির অভয়াশ্রম হিসেবে পরিচিত একটি জলাশয়ের পাশে। ভবন নির্মাণের জন্য সেখানে প্রায় ১৫০টি গাছ কাটা হয়, যা পরিবেশবাদী শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পরিবেশ সুরক্ষার দাবি জানিয়ে একদল শিক্ষার্থী নির্মাণকাজে বাধা দেন, যার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িকভাবে কাজ স্থগিত করে।
চারুকলা বিভাগের শিক্ষার্থীরা দ্রুত বন্ধ থাকা নির্মাণকাজ শুরু করার দাবি জানিয়েছেন। তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভবন না থাকায় শিক্ষার্থীরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।
অন্যদিকে মাস্টারপ্ল্যান ছাড়া ভবন নির্মাণের বিরোধিতা করছেন অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা। তাঁরা অভিযোগ করেন, ভবন নির্মাণের জন্য নির্বিচারে গাছ কাটা হয়েছে এবং পরিবেশের ক্ষতি করা হয়েছে। শহীদ সালাম-বরকত হলের একদল শিক্ষার্থী দাবি করেন, ভবন নির্মাণ হলে অতিথি পাখিদের অভয়াশ্রম নষ্ট হবে।
চারুকলা ভবন নির্মাণ নিয়ে এই উত্তেজনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষার্থী এবং পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান ২৮ নভেম্বর আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলেও এটি একটি সাময়িক পদক্ষেপ। দীর্ঘ মেয়াদে পরিবেশ সুরক্ষা, মাস্টারপ্ল্যান বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের অবকাঠামোগত প্রয়োজনের মধ্যে ভারসাম্য রক্ষা করা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের ভবন নির্মাণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। একদিকে ভবন নির্মাণের দাবিতে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন, অন্যদিকে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন এবং পরিবেশ রক্ষার পক্ষে অবস্থান নিয়েছেন অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা।
চারুকলা বিভাগের শিক্ষার্থীরা গতকাল সোমবার দুপুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় তাঁরা ভবনের ফটকে তালা লাগিয়ে দেন, ফলে কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা ভেতরে আটকা পড়েন। রাত ৮টার দিকে উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন এবং ২৮ নভেম্বর আলোচনায় বসার আশ্বাস দেন। পরে রাত সোয়া ১১টায় আন্দোলনকারীরা হলে ফিরে যান।
অন্যদিকে রাত সাড়ে ১০টার দিকে পরিবেশ রক্ষার দাবিতে বিরোধী শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নেন। তাঁরা চারুকলা ভবন নির্মাণের বিরুদ্ধে স্লোগান দেন এবং ভবিষ্যতে পরিবেশ সুরক্ষায় প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন মাসে বাংলাদেশ-ভারত যৌথ অর্থায়নে চারুকলা ভবনের নির্মাণকাজ শুরু হয়। ভবন নির্মাণের জন্য যে স্থানটি নির্ধারণ করা হয়েছে, সেটি অতিথি পাখির অভয়াশ্রম হিসেবে পরিচিত একটি জলাশয়ের পাশে। ভবন নির্মাণের জন্য সেখানে প্রায় ১৫০টি গাছ কাটা হয়, যা পরিবেশবাদী শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পরিবেশ সুরক্ষার দাবি জানিয়ে একদল শিক্ষার্থী নির্মাণকাজে বাধা দেন, যার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িকভাবে কাজ স্থগিত করে।
চারুকলা বিভাগের শিক্ষার্থীরা দ্রুত বন্ধ থাকা নির্মাণকাজ শুরু করার দাবি জানিয়েছেন। তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভবন না থাকায় শিক্ষার্থীরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।
অন্যদিকে মাস্টারপ্ল্যান ছাড়া ভবন নির্মাণের বিরোধিতা করছেন অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা। তাঁরা অভিযোগ করেন, ভবন নির্মাণের জন্য নির্বিচারে গাছ কাটা হয়েছে এবং পরিবেশের ক্ষতি করা হয়েছে। শহীদ সালাম-বরকত হলের একদল শিক্ষার্থী দাবি করেন, ভবন নির্মাণ হলে অতিথি পাখিদের অভয়াশ্রম নষ্ট হবে।
চারুকলা ভবন নির্মাণ নিয়ে এই উত্তেজনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষার্থী এবং পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান ২৮ নভেম্বর আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলেও এটি একটি সাময়িক পদক্ষেপ। দীর্ঘ মেয়াদে পরিবেশ সুরক্ষা, মাস্টারপ্ল্যান বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের অবকাঠামোগত প্রয়োজনের মধ্যে ভারসাম্য রক্ষা করা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৭ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৭ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৭ ঘণ্টা আগে