Ajker Patrika

সড়কে পড়ে ছিলেন বৃদ্ধ, হাসপাতালে মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২৫, ২২: ০৮
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর কারওয়ান বাজারে সড়কে রক্তাক্ত অবস্থায় শাহ আলম (৬৫) নামের এক বৃদ্ধ পড়ে ছিলেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কারওয়ান বাজারে স্টার বেকারির বিপরীত পাশের রাস্তা থেকে তাঁকে উদ্ধার করা হয়। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

পথচারী মো. নাঈম ইসলাম হাসপাতালে এই প্রতিবেদককে বলেন, ‘কারওয়ান বাজারে অফিস করে বাসায় ফেরার পথে রাস্তায় জটলা দেখে এগিয়ে যাই। সেখানে গিয়ে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি। লোকজনের মুখে জানতে পারি, কোনো এক যানবাহন ধাক্কা দিয়ে চলে গেছে। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী গাড়ির সঙ্গে দুর্ঘটনা হয়েছে, তা জানতে পারিনি।’

নিহত ব্যক্তির ছেলে মো. আলাউদ্দিন বলেন, ‘আমাদের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায়। বাবা গ্রামের বাড়িতে থাকেন। গত দুদিন আগে তেজতুরী বাজারে আমার বাসায় বেড়াতে আসেন। আজ বিকেলে একাই বাসা থেকে বের হন। সন্ধ্যার দিকে জানতে পারি, সড়ক দুর্ঘটনায় বাবা ঢাকা মেডিকেলে আছেন। পরে ঢাকা মেডিকেলে এসে বাবার মৃতদেহ দেখতে পাই।’

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, কারওয়ান বাজার এলাকা থেকে পথচারীরা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁরা জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি রাস্তায় পড়ে ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত