Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেলচালকের

গজারিয়া প্রতিনিধি 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সকালে কুমিল্লার দিক থেকে মোটরসাইকেল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন চালক। সকাল পৌনে ৭টার দিকে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক প্রায় ১৫ ফুট দূরে ছিটকে পড়েন। প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। শারীরিক গঠন দেখে ধারণা করা হচ্ছে তাঁর বয়স ৩৫ হতে পারে।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ ফাঁড়িতে রয়েছে। আমরা নিহতের পরিচয় ও ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা করছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত