Ajker Patrika

মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকামুখী যানবাহনে কঠোর তল্লাশি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৬: ৩৮
মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকামুখী যানবাহনে কঠোর তল্লাশি

নারায়ণগঞ্জ থেকে ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে কঠোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। আজ শুক্রবার সকাল থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, তারাব বিশ্বরোড, কাঁচপুর, মদনপুর ও পঞ্চবটী মোড়ে এই তল্লাশি কার্যক্রম চালাতে দেখা গেছে।

এ সময় ঢাকামুখী বিভিন্ন বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল থামিয়ে তল্লাশিসহ যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। অধিক পরিচয় শনাক্তের জন্য কারও কারও মোবাইল ফোনেও তল্লাশি চালায় পুলিশ।

এ ছাড়া সড়কের মদনপুর, সানারপাড় ও এশিয়ান হাইওয়ে সড়কে র‍্যাব ১১-এর অস্থায়ী তল্লাশি কার্যক্রম চালাতে দেখা গেছে। তবে বিকেল ৪টা পর্যন্ত তল্লাশি থেকে সন্দেহভাজন কাউকে আটক বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

ঢাকামুখী মোটরসাইকেলেও তল্লাশি চালানো হয়। ছবি: আজকের পত্রিকা২৮ অক্টোবর শনিবার রাজধানীতে বিএনপি সমাবেশের ঘোষণা দিলে আওয়ামী লীগও পাল্টা সমাবেশের ডাক দেয়। দুই সমাবেশকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওই চেকপোস্টগুলোতে তল্লাশি শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ সকাল থেকে তল্লাশি কিছুটা ঢিলেঢালা থাকলেও দুপুরের পর থেকে চেকপোস্টগুলোতে কড়া নজরদারি দেখা যায় পুলিশের।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা আজকের পত্রিকাকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কে তল্লাশি চালানো হচ্ছে। সমাবেশকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির জন্য কোনো পক্ষ যেন অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার বা নাশকতা করতে না পারে, সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত