Ajker Patrika

বাড়িওয়ালার নির্মমতায় রাত কাটাল রাস্তায়

আয়নাল হোসেন, ঢাকা
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১২: ১৬
বাড়িওয়ালার নির্মমতায় রাত কাটাল রাস্তায়

রাজধানীর হাজারীবাগের বাড্ডা নগর লেনে মর্টগেজ নেওয়া একটি ফ্ল্যাট থেকে প্রতিবন্ধী কিশোরীসহ সাত সদস্যের এক পরিবারকে জোরপূর্বক বের করে দিয়েছেন বাড়ির মালিক। মর্টগেজের টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি এবং নানা ছলচাতুরীর আশ্রয় নেওয়ারও অভিযোগ রয়েছে বাড়িওয়ালার বিরুদ্ধে। এ অবস্থায় অসহায় ওই পরিবারকে রাত কাটাতে হচ্ছে রাস্তায়। অভিযুক্ত ওই বাড়ির মালিকের নাম সাহাবুদ্দিন সাবু। তিনি বঙ্গবন্ধু সৈনিক লীগ হাজারীবাগ থানার আহ্বায়ক বলে জানা গেছে।

রাস্তায় রাত কাটানো পরিবারটির একজন সদস্য আসমা আক্তার। তিনি ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী।  আসমা  জানান, ধারদেনা করে গত বছরের ১ আগস্ট তিন লাখ টাকার বিনিময়ে বাড্ডা নগর লেনের ৬২/২ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট তিন বছরের জন্য মর্টগেজ নেন তিনি। মর্টগেজের শর্ত অনুযায়ী পানি, বিদ্যুৎ ও গ্যাস বিল গ্রহীতা নেবেন এবং ফ্ল্যাট কিংবা টাকা ফেরত নিতে হলে কমপক্ষে তিন মাস আগে জানাতে হবে। ওই ফ্ল্যাটে মা রাবেয়া বেগম, বড় বোন ফরিদা, ফরিদার স্বামী ও দুই সন্তান এবং প্রতিবন্ধী ছোট বোন ইতিকে নিয়ে বাস করে আসছেন আসমা।

টিউশনি করে সংসার চালানো আসমা আরও জানান, গত বছর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে তার সংসারে অভাব-অনটন শুরু হয়। তখন তিনি বাড়ির মালিকের কাছে শর্ত অনুযায়ী টাকা ফেরত চান। কিন্তু বাড়ির টাকা নিয়ে ঘুরাতে থাকেন। এর মধ্যেই গত মঙ্গলবার আসমা জরুরি কাজে বাসা থেকে হলে ফ্ল্যাট রং করার কথা বলে তাঁদের সব মালামাল ঘর থেকে বাইরে ফেলে দেন সাহাবুদ্দিন। এরপর দুই দিন তিনি পরিবার-পরিজন নিয়ে রাস্তায় অবস্থান করেন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ে যান।

আসমার পরিবারকে ফ্ল্যাট থেকে বের করে দেওয়ার আগে পুলিশের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। উল্টো মর্টগেজের শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ে জানানোর পরও টাকা ফেরত না দিয়ে আসমার নামে হাজারীবাগ থানায় জোরপূর্বক ফ্ল্যাট দখলের অভিযোগে একটি সাধারণ ডায়েরি করা হয়।

বাড্ডা নগরের স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বঙ্গবন্ধু সৈনিক লীগের পরিচয়ে প্রভাব খাঁটিয়ে সাহাবুদ্দিন সাবু অনেকের টাকা আত্মসাৎ করেছেন এবং স্থানীয় একটি মাজার থেকেও টাকা তোলেন তিনি। এসব কাজের জন্য তিনি থানা-পুলিশকে ‘ম্যানেজ’ করে চলেন বলেও অভিযোগ করেন অনেকে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত সাহাবুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আসমা আক্তার তাঁর কাছ থেকে একটি ফ্ল্যাট মর্টগেজ নিয়েছিলেন। পরে সব টাকা ফেরত দেওয়া হয়েছে।  আসমা টাকা নিয়েছেন এমন কোনো প্রমাণ আছে কি না, জানতে চাইলে এর কোনো উত্তর দিতে পারেননি সাহাবুদ্দিন। আসমা চুক্তিনামাটি ছিঁড়ে ফেলেন বলে দাবি তাঁর।
হাজারীবাগ থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, ‘দুই পক্ষ আমার কাছে এসেছিল। কিন্তু বাড়ির মালিককে সুবিধাজনক মনে হয়নি। আসমা নামের মেয়েটি যদি টাকা ফেরত নিয়ে থাকে, তাহলে বাড়ির মালিককে সেই তথ্য-প্রমাণ দেখাতে হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত