Ajker Patrika

অনুমতি ছাড়া এডিসি সানজিদা গণমাধ্যমে বিবৃতি দিতে পারেন না: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১০: ০০
অনুমতি ছাড়া এডিসি সানজিদা গণমাধ্যমে বিবৃতি দিতে পারেন না: ডিএমপি কমিশনার

অনুমতি ছাড়া অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিন গণমাধ্যমে কোনো বিবৃতি দিতে পারেন না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।

মঙ্গলবার বিকেলে তিনি গণমাধ্যমে পুরো ঘটনার জন্য রাষ্ট্রপতির এপিএস ও তাঁর স্বামী আজিজুল হককে দায়ী করে বিবৃতি দেন। এরপর ডিএমপি কমিশনার রাতে এ মন্তব্য করলেন।

গোলাম ফারুক বলেন, ‘সানজিদার সঙ্গে আমি কথা বলি নাই। সানজিদা এ ধরনের কোনো স্টেটমেন্ট দিলে ঠিক করে নাই। কারণ কমিশনারের অনুমতি ছাড়া সে এভাবে স্টেটমেন্ট দিতে পারে না।’

ডিএমপি কমিশনার বলেন, ‘প্রাথমিক তদন্তে আমাদের কাছে মনে হয়েছে এডিসি হারুন ও ইন্সপেক্টর মোস্তফা দুজন ব্যক্তি বাড়াবাড়ি করেছে। আইনের ব্যত্যয় ঘটেছে, তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি।’

একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘তদন্ত রিপোর্ট পাওয়ার পরে আমাদের অফিসারদের কার কতটুকু দোষ সেই অনুসারে আমরা বিভাগীয় ব্যবস্থা নেব। অন্য কোনো ব্যবস্থা নেওয়ার থাকলে পুলিশ সদর দপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশসহ প্রেরণ করব। তদন্ত কমিটির রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলতে পারব না।’ 

ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের বক্তব্যের বিষয়ে কমিশনার বলেন, ‘হারুন এই কথা কোথায় পেয়েছে এটা হারুন বলতে পারবেন।’

আরও পড়ুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত