বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ির বালিয়াকান্দির একটি স্কুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস অনুষ্ঠানে হিন্দি গান বাজানোর অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের বারান্দায় সাউন্ড বক্সে হিন্দি গান বাজানোর ৩৯ সেকেন্ডের একটি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সৃষ্টি হয় সমালোচনা।
আজ সোমবার সকাল ১০ টার দিকে বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়নের ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এদিকে বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা। এতে আহ্বায়ক করা হয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, একাডেমিক সুপারভাইজার মো. মিয়াদ হোসেন ও সহকারী শিক্ষা কর্মকর্তা চঞ্চল মাহমুদ।
খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয়টিতে শোক দিবসের অনুষ্ঠানের জন্য সাউন্ডবক্স আনা হয়। কিন্তু হুট করেই দেশের গানের পরিবর্তে হিন্দি গান বাজছে শোনা যায়। পরবর্তীতে সেই ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেন স্থানীয় একজন। এরপর থেকে এটি নিয়ে সমালোচনা শুরু হয়।
জাতীয় শোক দিবসে বিদ্যালয়ে হিন্দি গান বাজানোর বিষয়ে প্রধান শিক্ষক কুমারেশ বাছার বলেন, ‘আমি বিষয়টি জানি না। তবে আমার সামনে কখনো হিন্দি গান বাজেনি। আমার স্কুলে আসার পরে দেশের গান ও বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হয়েছে।’
বিষয়টি সম্পর্কে জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, ‘বিষয়টি সম্পর্কে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে ফোন দিলে তিনি কোনো সদুত্তর দেননি। তবে আমার ইউনিয়ন পরিষদে এসে বিস্তারিত জানাতে চেয়েছে। আমিও ঘটনাস্থল পরিদর্শনের জন্য বের হয়েছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। বিষয়টি আমি জানার সাথে সাথেই ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি।’
রাজবাড়ির বালিয়াকান্দির একটি স্কুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস অনুষ্ঠানে হিন্দি গান বাজানোর অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের বারান্দায় সাউন্ড বক্সে হিন্দি গান বাজানোর ৩৯ সেকেন্ডের একটি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সৃষ্টি হয় সমালোচনা।
আজ সোমবার সকাল ১০ টার দিকে বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়নের ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এদিকে বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা। এতে আহ্বায়ক করা হয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, একাডেমিক সুপারভাইজার মো. মিয়াদ হোসেন ও সহকারী শিক্ষা কর্মকর্তা চঞ্চল মাহমুদ।
খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয়টিতে শোক দিবসের অনুষ্ঠানের জন্য সাউন্ডবক্স আনা হয়। কিন্তু হুট করেই দেশের গানের পরিবর্তে হিন্দি গান বাজছে শোনা যায়। পরবর্তীতে সেই ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেন স্থানীয় একজন। এরপর থেকে এটি নিয়ে সমালোচনা শুরু হয়।
জাতীয় শোক দিবসে বিদ্যালয়ে হিন্দি গান বাজানোর বিষয়ে প্রধান শিক্ষক কুমারেশ বাছার বলেন, ‘আমি বিষয়টি জানি না। তবে আমার সামনে কখনো হিন্দি গান বাজেনি। আমার স্কুলে আসার পরে দেশের গান ও বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হয়েছে।’
বিষয়টি সম্পর্কে জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, ‘বিষয়টি সম্পর্কে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে ফোন দিলে তিনি কোনো সদুত্তর দেননি। তবে আমার ইউনিয়ন পরিষদে এসে বিস্তারিত জানাতে চেয়েছে। আমিও ঘটনাস্থল পরিদর্শনের জন্য বের হয়েছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। বিষয়টি আমি জানার সাথে সাথেই ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি।’
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাঁকে কেন্দ্রীয় কারাগার থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসে।
২৪ মিনিট আগে‘জীবনে কখনো এমন বিকট শব্দ শুনিনি আমি। মনে হলো একসঙ্গে ৩০-৪০টি বজ্রপাত হলো।’ এভাবেই স্কুলভবনের ওপর বিমান বিধ্বস্ত হওয়ার বিভীষিকাময় অভিজ্ঞতার কথা বর্ণনা করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ১৮ বছর বয়সী শিক্ষার্থী আহনাফ বিন হাসান।
৩২ মিনিট আগেআবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
১ ঘণ্টা আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
১ ঘণ্টা আগে