Ajker Patrika

শ্রীপুরে ৯৯৯-এ ফোন পেয়ে নির্যাতিত শিশু গৃহকর্মীকে উদ্ধার করল পুলিশ 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শ্রীপুরে ৯৯৯-এ ফোন পেয়ে নির্যাতিত শিশু গৃহকর্মীকে উদ্ধার করল পুলিশ 

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে নির্যাতনের শিকার এক শিশু (১২) গৃহপরিচারিকাকে উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে ১২টার পর গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। 

উদ্ধারের পর শিশুটি জানায়, সাত মাস ধরে ওই গ্রামের রিপন মিয়ার বাড়িতে কাজ করে আসছে সে। রিপনের স্ত্রী কাজল আক্তার বিভিন্ন সময়ে তার ওপর নির্যাতন চালিয়ে আসছে বলে অভিযোগ করেছে। ওই শিশুর বাড়ি বরিশালের বরগুনা জেলায়। 

উদ্ধারের পর ওই শিশু বলে, ‘মা নেই আমার, শুধু বাবা আছে। আমার এক আত্নীয়ের মাধ্যমে পরিচয় হয়ে এক বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করার জন্য ওদের বাড়িতে দেয়। আমি মোটামুটি সব কাজ করি। ওরা আমার বাবাকে বলছে আপনার মেয়ে সারাজীবন আমার এখানে থাকবে। বলছে এখানে থাকলে সে ভালো থাকবে। ভালো পোশাক পরবে। ভালো খাবার পাবে। কিন্তু বাবা চলে যাওয়ার পরপরই ওরা আমার ওপর শারীরিক মানসিক নির্যাতন শুরু করে।’ 
 
গৃহপরিচারিকা বলে, ‘সাত মাস যাবত আমি ২ হাজার টাকার বেতনে তাদের বাড়িতে কাজ করি। ঘরবাড়ি মুছা, বাসনকোসন দুয়া মুছাসহ অনেক কাজ করি। কিন্তু আমাকে সামান্য বিষয়ে অনেক মারধর করে। তার মেয়ে তুলফার একটি জুতা ভেঙে গেলে তার জন্য আমাকে অনেক মারে।’ 

৯৯৯–এ ফোন রিপন মিয়ার বাড়িতে যায় পুলিশ। ছবি: সংগৃহীত সে আরও বলে, ‘ওরা আমার পিঠে চড়ে মারধর করে। আমি ভয়ে কোনো কিছু বলি না। আমাকে ঘরের ফ্লোরে শুয়ে মারধর করছে। আমাকে যখন মারে, তখন আমি বলি, আপু আমাকে আর মাইরেন না, আমি নিচে পড়ে যায়, তবুও ওরা আমাকে মারধর করে।’ 

এ বিষয়ে অভিযুক্ত নারী কাজল আক্তার বলেন, ‘আমি সামান্য চড়থাপ্পড় মারছি। কঠিন কোনো মারধর করিনি।’ 

অভিযুক্ত কাজল আক্তারের স্বামী রিপন মিয়ার মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেনি। 

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিন্টু মোল্লা বলেন, জরুরী সেবা ৯৯৯–এ ফোনে পেয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহপরিচারিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মেয়েটির বাড়ি বরিশাল জেলায়। তার বাবাকে ফোন দেওয়া হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত