প্রতিনিধি, গুলশান-বাড্ডা
রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে বাড্ডা অংশের ভ্রমণ স্পটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আড্ডায় মেতে উঠেছিল শত শত মানুষ। ঠিক এমন সময়ে সাইরেন বাজিয়ে টহলে আসে বাড্ডা থানার টহল পুলিশ। পুলিশের এমন আগমনে আড্ডা মেতে ওঠাদের মধ্যে থেকে হঠাৎই একযোগে অনেকেই বলে উঠে 'পুলিশ আইয়ে দৌড় দে! '
আকস্মিক এমন সতর্কবার্তা ও পুলিশের সাইরেনের শব্দ শোনার মাত্র ১ মিনিটের মধ্যে ফাঁকা হয়ে যায় পুরো এলাকা। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে এমন চিত্র দেখা গেছে রাজধানীর হাতিরঝিলে।
ঘুরতে আসা একজন সুলাইমান। তিনি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। সুলাইমান জানান, 'সপ্তাহ জুড়ে কাজ করতে করতে বোরিং হওয়ার হয় তিনি এখানে একটু রিলাক্স করতে এসেছেন। এখানে বসে কিছুক্ষণ রিফ্রেশমেন্ট করবে।'
সরকার কঠোর লকডাউনে বের হতে নিষেধাজ্ঞা দেওয়ার পরও শুধু রিফ্রেশমেন্টের জন্য ঘুরতে বের হওয়া কতটা জরুরি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সপ্তাহে ৬ দিন রাত-দিন কাজ করি। মাত্র একদিন ছুটি পাই। এই ছুটির দিনে বাসায় থাকলে বোরিং লাগে। তাই বোরিংনেস কাটানোর জন্য একটু এখানে এসেছি। কিন্তু এখানে এসে দেখি প্রচুর মানুষের ভিড়। তারপরও কী আর করার! কিছুক্ষণ বসে থেকে বাসায় চলে যাব।'
হাতিরঝিলের বাসিন্দা নিলয় জানান, 'প্রতিদিন বিকেলবেলা একটু সময় পার করতে এখানে আসি। কিন্তু এত এত মানুষ এখানে এসে বসে থাকেন যার কারণে আমাদের ঝুঁকিতে পড়তে হয়।'
দেশে করোনা পরিস্থিতি দিনকে দিন ভয়াবহতার দিকে যাচ্ছে। কিন্তু তারপরও মানুষের সচেতনতার অভাব লক্ষ্য করা যাচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন নিলয়। বলেন, কারও মাঝে সংক্রমণের ভয় নেই। তাই সবাই একসঙ্গে জড়ো হয়ে আড্ডায় মেতে ওঠেন। এটা এখানকার নিত্যদিনের চিত্র বলেও দাবি করেন তিনি।
রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে বাড্ডা অংশের ভ্রমণ স্পটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আড্ডায় মেতে উঠেছিল শত শত মানুষ। ঠিক এমন সময়ে সাইরেন বাজিয়ে টহলে আসে বাড্ডা থানার টহল পুলিশ। পুলিশের এমন আগমনে আড্ডা মেতে ওঠাদের মধ্যে থেকে হঠাৎই একযোগে অনেকেই বলে উঠে 'পুলিশ আইয়ে দৌড় দে! '
আকস্মিক এমন সতর্কবার্তা ও পুলিশের সাইরেনের শব্দ শোনার মাত্র ১ মিনিটের মধ্যে ফাঁকা হয়ে যায় পুরো এলাকা। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে এমন চিত্র দেখা গেছে রাজধানীর হাতিরঝিলে।
ঘুরতে আসা একজন সুলাইমান। তিনি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। সুলাইমান জানান, 'সপ্তাহ জুড়ে কাজ করতে করতে বোরিং হওয়ার হয় তিনি এখানে একটু রিলাক্স করতে এসেছেন। এখানে বসে কিছুক্ষণ রিফ্রেশমেন্ট করবে।'
সরকার কঠোর লকডাউনে বের হতে নিষেধাজ্ঞা দেওয়ার পরও শুধু রিফ্রেশমেন্টের জন্য ঘুরতে বের হওয়া কতটা জরুরি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সপ্তাহে ৬ দিন রাত-দিন কাজ করি। মাত্র একদিন ছুটি পাই। এই ছুটির দিনে বাসায় থাকলে বোরিং লাগে। তাই বোরিংনেস কাটানোর জন্য একটু এখানে এসেছি। কিন্তু এখানে এসে দেখি প্রচুর মানুষের ভিড়। তারপরও কী আর করার! কিছুক্ষণ বসে থেকে বাসায় চলে যাব।'
হাতিরঝিলের বাসিন্দা নিলয় জানান, 'প্রতিদিন বিকেলবেলা একটু সময় পার করতে এখানে আসি। কিন্তু এত এত মানুষ এখানে এসে বসে থাকেন যার কারণে আমাদের ঝুঁকিতে পড়তে হয়।'
দেশে করোনা পরিস্থিতি দিনকে দিন ভয়াবহতার দিকে যাচ্ছে। কিন্তু তারপরও মানুষের সচেতনতার অভাব লক্ষ্য করা যাচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন নিলয়। বলেন, কারও মাঝে সংক্রমণের ভয় নেই। তাই সবাই একসঙ্গে জড়ো হয়ে আড্ডায় মেতে ওঠেন। এটা এখানকার নিত্যদিনের চিত্র বলেও দাবি করেন তিনি।
নোয়াখালীর হাতিয়ায় রাতের আঁধারে বাল্কহেডের ধাক্কায় মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে সাকিব উদ্দিন নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরাফাত নামে একজন নিখোঁজ রয়েছে। এ ছাড়া আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
৪ মিনিট আগে২০২১ সালে ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় দালালের মাধ্যমে স্বামীর পেনশনের ১৭ লাখ টাকায় ৩ দশমিক ৬০ শতাংশ জমি ক্রয় করেন আনারা বেগম। কিন্তু একই দাগে ২০০৮ সালে ৪ শতাংশ জমি কিনেছেন দাবি করে ২০২২ সালে জোরপূর্বক বাউন্ডারি দেন প্রকৌশলী মনিরুজ্জামান।
১৫ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ সাহিল ফারাবি আয়ান (১৪) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেওই নারীর নাম হোটেলের রেজিস্ট্রারে লেখা ছিল মুন্না সরকার, ঠিকানা দেওয়া ছিল ঢাকার ধানমন্ডি। তবে মৃত্যুর খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছুটে আসা স্বজনেরা জানিয়েছেন, ওই নারীর প্রকৃত নাম মুন্না আক্তার। তিনি চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে