শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচরে এক তরুণীর শরীরে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। অ্যাসিডে সাদিয়া আক্তার নামের ওই তরুণীর মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাঁকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে শিবচর উপজেলার মাদবরের চরে ওই তরুণীর বাড়িতে এ ঘটনা ঘটে। তরুণীর পরিবারের দাবি, তাঁর প্রাক্তন স্বামী সহযোগীদের নিয়ে অ্যাসিড নিক্ষেপ করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দিয়েছে থানায়। একজনকে আটকও করেছে পুলিশ।
মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ‘ওই তরুণীর পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। প্রাথমিকভাবে অ্যাসিড নিক্ষেপের ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় আলমগীর হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।’
লিখিত অভিযোগ ও গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, চার বছর আগে শিবচর উপজেলার মাদবরের চরের সিরাজ শিকদারের ছেলে স্পিডবোটচালক সুমন শিকদারের (২৬) সঙ্গে লিটু হাওলাদারের মেয়ে সাদিয়া আক্তারের (২২) বিয়ে হয়। তাঁদের একটি কন্যা সন্তান আছে। পারিবারিক কলহের জেরে সম্প্রতি তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তার পরও সুমন দফায় দফায় সাদিয়ার বাবার বাড়িতে হামলা চালান। এ নিয়ে সাদিয়া থানায় অভিযোগ করলে পুলিশ সুমনের বাড়িতে গিয়ে তাঁকে সতর্ক করে আসে। পরে সাদিয়ার অন্যত্র বিয়ে ঠিক হয়। এই খবরে সুমন খুব ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই জেরে সুমন তাঁর লোকজন নিয়ে সাদিয়ার বাড়িতে গিয়ে তাঁর শরীরে অ্যাসিড ছুড়ে পালিয়ে যান। এতে সাদিয়ার মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
স্বজনেরা সাদিয়াকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর রহমান জানান, ওই গৃহবধূর শরীরের বিভিন্ন স্থান অ্যাসিডে পুড়ে গেছে।
তরুণীর প্রাক্তন স্বামী সুমন শিকদার পলাতক থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
মাদারীপুর জেলার শিবচরে এক তরুণীর শরীরে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। অ্যাসিডে সাদিয়া আক্তার নামের ওই তরুণীর মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাঁকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে শিবচর উপজেলার মাদবরের চরে ওই তরুণীর বাড়িতে এ ঘটনা ঘটে। তরুণীর পরিবারের দাবি, তাঁর প্রাক্তন স্বামী সহযোগীদের নিয়ে অ্যাসিড নিক্ষেপ করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দিয়েছে থানায়। একজনকে আটকও করেছে পুলিশ।
মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ‘ওই তরুণীর পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। প্রাথমিকভাবে অ্যাসিড নিক্ষেপের ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় আলমগীর হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।’
লিখিত অভিযোগ ও গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, চার বছর আগে শিবচর উপজেলার মাদবরের চরের সিরাজ শিকদারের ছেলে স্পিডবোটচালক সুমন শিকদারের (২৬) সঙ্গে লিটু হাওলাদারের মেয়ে সাদিয়া আক্তারের (২২) বিয়ে হয়। তাঁদের একটি কন্যা সন্তান আছে। পারিবারিক কলহের জেরে সম্প্রতি তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তার পরও সুমন দফায় দফায় সাদিয়ার বাবার বাড়িতে হামলা চালান। এ নিয়ে সাদিয়া থানায় অভিযোগ করলে পুলিশ সুমনের বাড়িতে গিয়ে তাঁকে সতর্ক করে আসে। পরে সাদিয়ার অন্যত্র বিয়ে ঠিক হয়। এই খবরে সুমন খুব ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই জেরে সুমন তাঁর লোকজন নিয়ে সাদিয়ার বাড়িতে গিয়ে তাঁর শরীরে অ্যাসিড ছুড়ে পালিয়ে যান। এতে সাদিয়ার মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
স্বজনেরা সাদিয়াকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর রহমান জানান, ওই গৃহবধূর শরীরের বিভিন্ন স্থান অ্যাসিডে পুড়ে গেছে।
তরুণীর প্রাক্তন স্বামী সুমন শিকদার পলাতক থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৩ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে