Ajker Patrika

শিবচরে তরুণীর শরীরে অ্যাসিড নিক্ষেপ, আটক ১

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১২: ৪০
শিবচরে তরুণীর শরীরে অ্যাসিড নিক্ষেপ, আটক ১

মাদারীপুর জেলার শিবচরে এক তরুণীর শরীরে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। অ্যাসিডে সাদিয়া আক্তার নামের ওই তরুণীর মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাঁকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে শিবচর উপজেলার মাদবরের চরে ওই তরুণীর বাড়িতে এ ঘটনা ঘটে। তরুণীর পরিবারের দাবি, তাঁর প্রাক্তন স্বামী সহযোগীদের নিয়ে অ্যাসিড নিক্ষেপ করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দিয়েছে থানায়। একজনকে আটকও করেছে পুলিশ। 

মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ‘ওই তরুণীর পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। প্রাথমিকভাবে অ্যাসিড নিক্ষেপের ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় আলমগীর হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।’ 

লিখিত অভিযোগ ও গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, চার বছর আগে শিবচর উপজেলার মাদবরের চরের সিরাজ শিকদারের ছেলে স্পিডবোটচালক সুমন শিকদারের (২৬) সঙ্গে লিটু হাওলাদারের মেয়ে সাদিয়া আক্তারের (২২) বিয়ে হয়। তাঁদের একটি কন্যা সন্তান আছে। পারিবারিক কলহের জেরে সম্প্রতি তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তার পরও সুমন দফায় দফায় সাদিয়ার বাবার বাড়িতে হামলা চালান। এ নিয়ে সাদিয়া থানায় অভিযোগ করলে পুলিশ সুমনের বাড়িতে গিয়ে তাঁকে সতর্ক করে আসে। পরে সাদিয়ার অন্যত্র বিয়ে ঠিক হয়। এই খবরে সুমন খুব ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই জেরে সুমন তাঁর লোকজন নিয়ে সাদিয়ার বাড়িতে গিয়ে তাঁর শরীরে অ্যাসিড ছুড়ে পালিয়ে যান। এতে সাদিয়ার মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। 

স্বজনেরা সাদিয়াকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। 

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর রহমান জানান, ওই গৃহবধূর শরীরের বিভিন্ন স্থান অ্যাসিডে পুড়ে গেছে। 

তরুণীর প্রাক্তন স্বামী সুমন শিকদার পলাতক থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত