ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন সানোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টুর অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে। এ ছাড়াও লাইসেন্স না নিয়ে ইটভাটা পরিচালনা করায় ২০ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।
আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের মধুডাঙা এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।
এ সময় মাটি কাটার ভেকু দিয়ে খান ব্রিকস এর চিমনি, চুল্লি, তৈরি করে রাখা কাঁচা ইট এবং ইটভাটার অফিসসহ ভেঙে ফেলা হয়। পরে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয় এবং কিছু কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করা হয়।
এ ছাড়া লাইসেন্স বিহীন ভাটা পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৩ অনুযায়ী খান ব্রিকসের মালিক মাসুদ খান লাল্টুকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে খান ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ ভাটা ভেঙে দেওয়া হবে। একবার যেগুলো ভাঙা হয়েছিল কিন্তু পুনরায় নতুন করে চালু করেছে, সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে ধামরাই থানা-পুলিশ এবং ধামরাই ফায়ার সার্ভিস, পল্লী বিদুৎ ও উপজেলা বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টুর মোবাইল ফোনে একাধিকবার কল করেও বন্ধ পাওয়া যায়।
ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন সানোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টুর অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে। এ ছাড়াও লাইসেন্স না নিয়ে ইটভাটা পরিচালনা করায় ২০ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।
আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের মধুডাঙা এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।
এ সময় মাটি কাটার ভেকু দিয়ে খান ব্রিকস এর চিমনি, চুল্লি, তৈরি করে রাখা কাঁচা ইট এবং ইটভাটার অফিসসহ ভেঙে ফেলা হয়। পরে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয় এবং কিছু কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করা হয়।
এ ছাড়া লাইসেন্স বিহীন ভাটা পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৩ অনুযায়ী খান ব্রিকসের মালিক মাসুদ খান লাল্টুকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে খান ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ ভাটা ভেঙে দেওয়া হবে। একবার যেগুলো ভাঙা হয়েছিল কিন্তু পুনরায় নতুন করে চালু করেছে, সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে ধামরাই থানা-পুলিশ এবং ধামরাই ফায়ার সার্ভিস, পল্লী বিদুৎ ও উপজেলা বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টুর মোবাইল ফোনে একাধিকবার কল করেও বন্ধ পাওয়া যায়।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আছিয়া বেগম (৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এ সংঘর্ষ হয়। আছিয়া বেগম ওই গ্রামের মৃত আফার উদ্দিনের স্ত্রী।
৬ মিনিট আগেঠাকুরগাঁওয়ে গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭২টি গরু। গত প্রায় দুই মাসে এ গরুগুলোর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার পাঁচটি উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮০টি গরু।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মধুপুরের চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। প্রচন্ড গরমে কাঁঠাল পেকে যাওয়ায় বাজারে এ ফলের আধিক্য বেড়েছে। তবে রোদ-বৃষ্টির সাথে সাথে কাঁঠালের দাম ওঠা-নামা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়িরা। তবে কাঁঠালের দাম নাগালের মধ্যে থাকায় ভোক্তারা খুশি।
১ ঘণ্টা আগেগাইবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে তিস্তা নদীর ওপর নির্মাণ করা হয়েছে তিস্তা সেতু। নদীর নামের সঙ্গে মিলয়েই এ নামকরণ করা হয়েছে। এখন শুধু অপেক্ষা সেতুটি উদ্বোধনের। সেতুটি দিয়ে যান চলাচল শুরু করলেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের যাতায়াত আরও সহজ হবে। এলাকার উৎপাদিত পণ্য সারা দেশে...
১ ঘণ্টা আগে