ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন সানোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টুর অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে। এ ছাড়াও লাইসেন্স না নিয়ে ইটভাটা পরিচালনা করায় ২০ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।
আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের মধুডাঙা এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।
এ সময় মাটি কাটার ভেকু দিয়ে খান ব্রিকস এর চিমনি, চুল্লি, তৈরি করে রাখা কাঁচা ইট এবং ইটভাটার অফিসসহ ভেঙে ফেলা হয়। পরে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয় এবং কিছু কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করা হয়।
এ ছাড়া লাইসেন্স বিহীন ভাটা পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৩ অনুযায়ী খান ব্রিকসের মালিক মাসুদ খান লাল্টুকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে খান ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ ভাটা ভেঙে দেওয়া হবে। একবার যেগুলো ভাঙা হয়েছিল কিন্তু পুনরায় নতুন করে চালু করেছে, সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে ধামরাই থানা-পুলিশ এবং ধামরাই ফায়ার সার্ভিস, পল্লী বিদুৎ ও উপজেলা বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টুর মোবাইল ফোনে একাধিকবার কল করেও বন্ধ পাওয়া যায়।
ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন সানোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টুর অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে। এ ছাড়াও লাইসেন্স না নিয়ে ইটভাটা পরিচালনা করায় ২০ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।
আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের মধুডাঙা এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।
এ সময় মাটি কাটার ভেকু দিয়ে খান ব্রিকস এর চিমনি, চুল্লি, তৈরি করে রাখা কাঁচা ইট এবং ইটভাটার অফিসসহ ভেঙে ফেলা হয়। পরে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয় এবং কিছু কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করা হয়।
এ ছাড়া লাইসেন্স বিহীন ভাটা পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৩ অনুযায়ী খান ব্রিকসের মালিক মাসুদ খান লাল্টুকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে খান ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ ভাটা ভেঙে দেওয়া হবে। একবার যেগুলো ভাঙা হয়েছিল কিন্তু পুনরায় নতুন করে চালু করেছে, সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে ধামরাই থানা-পুলিশ এবং ধামরাই ফায়ার সার্ভিস, পল্লী বিদুৎ ও উপজেলা বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টুর মোবাইল ফোনে একাধিকবার কল করেও বন্ধ পাওয়া যায়।
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
৩০ মিনিট আগেরাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
৩১ মিনিট আগেআইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর আল্লাহু চত্বর এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট জুম্মান খান।
৪১ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিদের (৭) লাশ উদ্ধার করা হয়েছে।
৪৪ মিনিট আগে