নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাদক মামলায় অর্থের বিনিময়ে অন্য আসামির জেল খাটানো যুবলীগ নেতা নাজমুল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আমিনুল ইসলাম কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
এর আগে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নাজমুলের আইনজীবী প্রাণ নাথ কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গতকাল রোববার হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। ওই নির্দেশনা অনুযায়ী আজ মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত নাজমুল আদালতে আত্মসমর্পণ করেন।
২০২০ সালের আগস্ট মাসে উত্তরার একটি বাসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ আনোয়ার হোসেন নামে একজনকে আটক করে। তবে পালিয়ে যান চক্রের মূল হোতা যুবলীগ নেতা নাজমুল হাসান।
এ ঘটনায় দুজনকে আসামি করে মামলা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিচারে অপরাধ প্রমাণ হওয়ায় পলাতক নাজমুল হাসানকে আট বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।
নাজমুল ঢাকার উত্তরার ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা। তিনি অর্থের বিনিময়ে নিজের পরিচয়ে মিরাজুল নামে একজনকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করান। তাঁর পরিবর্তে মিরাজুল জেল খাটতে থাকেন। অন্যদিকে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়।
বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ হাইকোর্টে আবেদন জানান। পরে বিষয়টি শুনানি হয়। হাইকোর্ট সংশ্লিষ্ট আদালতের বিচারক, আইনজীবী ও কারা কর্মকর্তার কাছে ব্যাখ্যা চান হাইকোর্ট। ওই ব্যাখ্যা দেওয়ার পর গতকাল শুনানি শেষে হাইকোর্ট যুবলীগ নেতাকে সাজার মামলায় আত্মসমর্পণ করার নির্দেশ দেন।
মাদক মামলায় অর্থের বিনিময়ে অন্য আসামির জেল খাটানো যুবলীগ নেতা নাজমুল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আমিনুল ইসলাম কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
এর আগে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নাজমুলের আইনজীবী প্রাণ নাথ কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গতকাল রোববার হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। ওই নির্দেশনা অনুযায়ী আজ মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত নাজমুল আদালতে আত্মসমর্পণ করেন।
২০২০ সালের আগস্ট মাসে উত্তরার একটি বাসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ আনোয়ার হোসেন নামে একজনকে আটক করে। তবে পালিয়ে যান চক্রের মূল হোতা যুবলীগ নেতা নাজমুল হাসান।
এ ঘটনায় দুজনকে আসামি করে মামলা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিচারে অপরাধ প্রমাণ হওয়ায় পলাতক নাজমুল হাসানকে আট বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।
নাজমুল ঢাকার উত্তরার ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা। তিনি অর্থের বিনিময়ে নিজের পরিচয়ে মিরাজুল নামে একজনকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করান। তাঁর পরিবর্তে মিরাজুল জেল খাটতে থাকেন। অন্যদিকে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়।
বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ হাইকোর্টে আবেদন জানান। পরে বিষয়টি শুনানি হয়। হাইকোর্ট সংশ্লিষ্ট আদালতের বিচারক, আইনজীবী ও কারা কর্মকর্তার কাছে ব্যাখ্যা চান হাইকোর্ট। ওই ব্যাখ্যা দেওয়ার পর গতকাল শুনানি শেষে হাইকোর্ট যুবলীগ নেতাকে সাজার মামলায় আত্মসমর্পণ করার নির্দেশ দেন।
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
২ ঘণ্টা আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
২ ঘণ্টা আগে