ঢাবি সংবাদদাতা
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামীকাল সোমবার থেকে যান চলাচল আবার নিয়ন্ত্রণ করা শুরু হবে। বইমেলা এবং রমজান উপলক্ষে গত দুই মাস যান চলাচল শিথিল থাকার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় এ সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বইমেলা এবং রমজানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান চলাচল পুনরায় নিয়ন্ত্রণের কাজ আগামীকাল সোমবার শুরু হবে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বেলা ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলো সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ নিয়ন্ত্রণ চলবে।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে—শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত—ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত ক্যাম্পাসের ভেতরে অন্য যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। তবে গণপরিবহন এবং ভারী যানবাহন প্রবেশ সব সময় নিয়ন্ত্রিত থাকবে।
সেই সঙ্গে অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব অবস্থার ভিত্তিতে এ সিদ্ধান্ত সময়ে সময়ে পুনর্মূল্যায়ন হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্ত কোনো নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে কি না, এ প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার শিক্ষার্থীদের নিরাপত্তা সবার আগে। শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে আগেই সাধুবাদ জানিয়েছে। তবে কোনো একটি বিষয়ে সবার একমত না হওয়াই স্বাভাবিক। এ ক্ষেত্রে বৃহত্তর স্বার্থকেই আমরা প্রাধান্য দেব।’
এর আগে গত বছরের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যান চলাচল নিয়ন্ত্রণের এ সিদ্ধান্ত গ্রহণ করে। এ বছরের ফেব্রুয়ারির শুরু থেকে একুশে বইমেলা উপলক্ষে এটি শিথিল করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামীকাল সোমবার থেকে যান চলাচল আবার নিয়ন্ত্রণ করা শুরু হবে। বইমেলা এবং রমজান উপলক্ষে গত দুই মাস যান চলাচল শিথিল থাকার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় এ সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বইমেলা এবং রমজানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান চলাচল পুনরায় নিয়ন্ত্রণের কাজ আগামীকাল সোমবার শুরু হবে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বেলা ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলো সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ নিয়ন্ত্রণ চলবে।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে—শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত—ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত ক্যাম্পাসের ভেতরে অন্য যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। তবে গণপরিবহন এবং ভারী যানবাহন প্রবেশ সব সময় নিয়ন্ত্রিত থাকবে।
সেই সঙ্গে অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব অবস্থার ভিত্তিতে এ সিদ্ধান্ত সময়ে সময়ে পুনর্মূল্যায়ন হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্ত কোনো নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে কি না, এ প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার শিক্ষার্থীদের নিরাপত্তা সবার আগে। শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে আগেই সাধুবাদ জানিয়েছে। তবে কোনো একটি বিষয়ে সবার একমত না হওয়াই স্বাভাবিক। এ ক্ষেত্রে বৃহত্তর স্বার্থকেই আমরা প্রাধান্য দেব।’
এর আগে গত বছরের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যান চলাচল নিয়ন্ত্রণের এ সিদ্ধান্ত গ্রহণ করে। এ বছরের ফেব্রুয়ারির শুরু থেকে একুশে বইমেলা উপলক্ষে এটি শিথিল করা হয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরীকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারিনি। এটি আমাদের ব্যর্থতা। তিনি ২০ জন শিক্ষার্থীকে উদ্ধার করে নিজের জীবন দিয়েছেন। এ দেশে বাহিনী ছাড়া সিভিলিয়ানরা...
১১ মিনিট আগেচলছে শ্রাবণ মাস। বর্ষা মৌসুম। এই সময়ে টানা বৃষ্টি, স্যাঁতসেঁতে মাঠঘাট আর আকাশে মেঘের ঘনঘটা—এমন চিত্রই আমাদের কাছে চিরচেনা। কিন্তু উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়ে আজ বুধবার একদমই অন্যরকম সকালের চিত্র দেখা গেছে। ভোরবেলা ঘুম ভাঙতেই দেখা গেল—চারদিক কুয়াশায় ঢাকা। ঘাসে ঘাসে শিশির, রাস্তায় ঝাপসা আলো, যেন শীতকাল
২১ মিনিট আগেনিহতের সহকর্মী ওবায়দুর রহমান জানান, আতিকুর রহমান কমলাপুর রেলওয়ে স্টেশনে কর্মরত ছিলেন। বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর গ্রামে। রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকায় একটি মেসে থাকতেন। তাঁর স্ত্রী ও তিন সন্তান গ্রামে থাকেন।
২৮ মিনিট আগেডেমরা থানার উপপরিদর্শক (এসআই) কাকন মিয়া বলেন, ‘সকালে ডেমরার শাপলা চত্বর এলাকায় এক তরুণ গণপিটুনির শিকার হয়েছে বলে খবর পাই। পরে সেখানে গিয়ে তাঁকে অচেতন অবস্থায় পেয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
৩৬ মিনিট আগে