নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে রেল ও বাসের অগ্রিম টিকিট বিক্রি। রেলে শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হলেও বাসের টিকিট পাওয়া যাচ্ছে কাউন্টার থেকেই। আজ শুক্রবার রাজধানীর মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় এখনো ফাঁকা আছে কাউন্টারগুলো।
আজ থেকে আনুষ্ঠানিক অগ্রিম টিকিট বিক্রির কথা থাকলেও আরও দুই দিন আগে থেকেই বিভিন্ন কাউন্টার টিকিট বিক্রি শুরু করেছে। তবে এখনো অগ্রিম টিকিটের জন্য ভিড় দেখা যায়নি তেমন।
গত বুধবার বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঢাকার সব টার্মিনাল থেকে আজ অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দেওয়া হয়।
মহাখালীর এনা বাস কাউন্টারের বিক্রয় প্রতিনিধি রাসেল সরকার আজকের পত্রিকাকে বলেন, আরও দুই দিন আগে থেকেই অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছেন তাঁরা। এখন পর্যন্ত তেমন চাপ নেই বিক্রির। তবে ঈদের সাত দিন আগে থেকে ভিড় বাড়বে। টিকিট বিআরটিএর নির্ধারিত দামেই বিক্রি করা হচ্ছে।
মহাখালী বাস টার্মিনালের বগুড়াগামী একতা পরিবহনের কাউন্টারে সামান্য লাইন দেখা গেছে আজ। যাত্রীদের অভিযোগ, নিয়মিত ভাড়া থেকে ১৩০ টাকা বেশি নিচ্ছে ঈদের কারণে। কাউন্টারের বিক্রয় প্রতিনিধি অভিযোগের বিষয়ে বলেন, ‘আমাদের যা বলা হয়েছে, ভাড়া ঈদের জন্য নেওয়া হচ্ছে সেটাই। তবে যাত্রীর চাপ কম। আস্তে আস্তে বাড়বে।’
এই বাস টার্মিনালে আসা মো. সাগর ২০ তারিখের টিকিট কেটেছেন। সাগর বলেন, নিয়মিত ভাড়া ৫৫০ টাকা। তবে ঈদের জন্য বগুড়ার ভাড়া ৬৮০ টাকা নিয়েছেন তাঁরা। ভাড়া কেন বাড়িয়ে নেওয়া হলো এমন প্রশ্ন কাউন্টারে জিজ্ঞেস করেছেন কি না, জানতে চাইলে সাগর বলেন, টিকিট পেয়েছেন এতেই তিনি খুশি। ঈদ উপলক্ষে ভাড়া একটু বেশি নেবেন এটা স্বাভাবিক তাঁর কাছে।
অন্যদিকে দক্ষিণাঞ্চলের যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি গাবতলী বাস টার্মিনালে। পদ্মা সেতুর জন্য অনেক যাত্রী এখন সায়েদাবাদ কাউন্টারগুলোতে টিকিট কাটবেন। গাবতলীতেও টিকিট প্রতি ১০০ টাকা বেশি নিচ্ছে স্বাভাবিক ভাড়া থেকে। এই টার্মিনালে মেহেরপুর ও চুয়াডাঙ্গা অঞ্চলের গাড়িগুলোতে টিকিট বিক্রির হার বেশি।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে রেল ও বাসের অগ্রিম টিকিট বিক্রি। রেলে শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হলেও বাসের টিকিট পাওয়া যাচ্ছে কাউন্টার থেকেই। আজ শুক্রবার রাজধানীর মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় এখনো ফাঁকা আছে কাউন্টারগুলো।
আজ থেকে আনুষ্ঠানিক অগ্রিম টিকিট বিক্রির কথা থাকলেও আরও দুই দিন আগে থেকেই বিভিন্ন কাউন্টার টিকিট বিক্রি শুরু করেছে। তবে এখনো অগ্রিম টিকিটের জন্য ভিড় দেখা যায়নি তেমন।
গত বুধবার বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঢাকার সব টার্মিনাল থেকে আজ অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দেওয়া হয়।
মহাখালীর এনা বাস কাউন্টারের বিক্রয় প্রতিনিধি রাসেল সরকার আজকের পত্রিকাকে বলেন, আরও দুই দিন আগে থেকেই অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছেন তাঁরা। এখন পর্যন্ত তেমন চাপ নেই বিক্রির। তবে ঈদের সাত দিন আগে থেকে ভিড় বাড়বে। টিকিট বিআরটিএর নির্ধারিত দামেই বিক্রি করা হচ্ছে।
মহাখালী বাস টার্মিনালের বগুড়াগামী একতা পরিবহনের কাউন্টারে সামান্য লাইন দেখা গেছে আজ। যাত্রীদের অভিযোগ, নিয়মিত ভাড়া থেকে ১৩০ টাকা বেশি নিচ্ছে ঈদের কারণে। কাউন্টারের বিক্রয় প্রতিনিধি অভিযোগের বিষয়ে বলেন, ‘আমাদের যা বলা হয়েছে, ভাড়া ঈদের জন্য নেওয়া হচ্ছে সেটাই। তবে যাত্রীর চাপ কম। আস্তে আস্তে বাড়বে।’
এই বাস টার্মিনালে আসা মো. সাগর ২০ তারিখের টিকিট কেটেছেন। সাগর বলেন, নিয়মিত ভাড়া ৫৫০ টাকা। তবে ঈদের জন্য বগুড়ার ভাড়া ৬৮০ টাকা নিয়েছেন তাঁরা। ভাড়া কেন বাড়িয়ে নেওয়া হলো এমন প্রশ্ন কাউন্টারে জিজ্ঞেস করেছেন কি না, জানতে চাইলে সাগর বলেন, টিকিট পেয়েছেন এতেই তিনি খুশি। ঈদ উপলক্ষে ভাড়া একটু বেশি নেবেন এটা স্বাভাবিক তাঁর কাছে।
অন্যদিকে দক্ষিণাঞ্চলের যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি গাবতলী বাস টার্মিনালে। পদ্মা সেতুর জন্য অনেক যাত্রী এখন সায়েদাবাদ কাউন্টারগুলোতে টিকিট কাটবেন। গাবতলীতেও টিকিট প্রতি ১০০ টাকা বেশি নিচ্ছে স্বাভাবিক ভাড়া থেকে। এই টার্মিনালে মেহেরপুর ও চুয়াডাঙ্গা অঞ্চলের গাড়িগুলোতে টিকিট বিক্রির হার বেশি।
আগুনে দগ্ধ রোগীদের শারীরিক আঘাতের সঙ্গে সঙ্গে প্রবল মানসিক ধাক্কাও সইতে হয়। শিশুদের ক্ষেত্রে মানসিক আঘাতের মাত্রাটা বেশি। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিশুদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। হঠাৎ বিমান ধসে আগুন ধরে যাওয়া, চোখের সামনে সহপাঠীদের...
৪ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে মাত্র দুটি বৈদ্যুতিক বাল্ব, দুটি সিলিং ফ্যান ও একটি ফ্রিজ চালিয়ে ঝালমুড়ি বিক্রেতা মো. আবদুল মান্নানের বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ১০ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। এ ‘ভুতুড়ে বিল’ পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী। ঘটনায় স্থানীয়দের মাঝেও ক্ষোভ বিরাজ করছে।
৪ ঘণ্টা আগেমেঘনার ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছে ভোলার মনপুরা উপজেলার বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটনকেন্দ্র দখিনা হাওয়া সৈকতের বেশ কিছু অংশ। ফলে দূরদূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকেরা সেখানে গিয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
৪ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের ৩৮ কিলোমিটার এলাকায় বেড়েছে সড়ক দুর্ঘটনা। এতে প্রাণ হারানোর পাশাপাশি অনেকে পঙ্গুত্ববরণ করছেন। গত ৭ মাসে মহাসড়কের এই অংশে অর্ধশতাধিক দুর্ঘটনায় ৩৮ জনের প্রাণহানি ও শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
৪ ঘণ্টা আগে