Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে প্রায় ৮ লাখ জাল নোটসহ গ্রেপ্তার ৩ 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৫: ৪৩
সিদ্ধিরগঞ্জে প্রায় ৮ লাখ জাল নোটসহ গ্রেপ্তার ৩ 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নগদ ৭ লাখ ৮০ হাজার জাল টাকা এবং জাল নোট ছাপানোর সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেই সঙ্গে একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, জাল নোট তৈরির তিনটি ডাইস,দুটি গ্লাস, ট্রেসিং পেপার ১ কেজি, এ ফোর পেপার ২৫০ পেজ ও জাল নোট ছাপানোর প্রিন্টারে ব্যবহারের বিভিন্ন রঙের কালি জব্দ করা হয়। 

আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) চাউলাউ মারমা। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আব্দুল আজীজ মোল্লার বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন ফেনী জেলার আকরামপুর এলাকার মৃত আবু তালেবের ছেলে মো. আলমগীর হোসেন (৩৪), চাঁদপুর জেলার ফরিদগঞ্জের মৃত আব্দুর রশিদের ছেলে মো. রাসেল (৩২), কুড়িগ্রামের রামখানা কদমতলী এলাকার আজিজ রহমানের ছেলে মো. রুবেল ইসলাম হৃদয় (২০)।

অতিরিক্ত পুলিশ সুপার চাউলাউ মারমা জানান, গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল নোট প্রস্তুত করে বিভিন্ন ধর্মীয় উৎসবসহ (ঈদ, পূজা, পয়লা বৈশাখ) বিভিন্ন সময়ে ঢাকা ও আশপাশের সব জেলায় জাল নোট বিক্রি করে থাকেন। এসব ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত