ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে উপজেলা পরিষদ নির্বাচনে টাকা বিতরণের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীর ভাই ইউপি চেয়ারম্যানকে আটক করেছে স্থানীয় জনতা। ভোটের আগের রাতে (সোমবার) উপজেলার বালিয়াখোঁড়া ইউনিয়নের জোকা এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রাইভেট কারসহ তাঁকে থানায় নিয়ে যায়।
কাপ-পিরিচের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের ভাই ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ টাকা বিতরণের কথা অস্বীকার করলেও আচরণবিধি লঙ্ঘনের কথা স্বীকার করেছেন। খবর পেয়ে আরেক প্রার্থী মাহবুবুর রহমান জনির লোকজন গাড়ি নিয়ে ঘটনাস্থলে এলে তাঁদের গাড়িও থানায় নেওয়া হয়।
গতকাল সোমবার রাত সাড়ে ১১দিকে উপজেলার বালিয়াখোঁড়া ইউনিয়নের জোকা এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ব্যক্তিগত প্রাইভেট কারে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমান। এ সময় তাঁর গাড়ি আটক করে স্থানীয় জনতা।
খবর পেয়ে পুলিশ গিয়ে গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়। একই স্থান থেকে শালিক প্রতীকের আরেক চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান জনির প্রাইভেট কারও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নানা সমালোচনা চলছে। সেই ভিডিওতে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান জনির এক কর্মীকে বলতে দেখা যায়, কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের ভাই পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে টাকার বিনিময়ে ভোট কেনার জন্য এসেছেন। তাঁদের স্থানীয় জনতা আটক করেছে। তাঁদের সঙ্গে অস্ত্রও রয়েছে। তবে সেই ভিডিওতে টাকা ও অস্ত্রের কথা অস্বীকার করতে দেখা গেছে ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদকে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, নিয়ম ভেঙে ভোটের আগের রাতে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের ভাইসহ কয়েকজন প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় স্থানীয় জনতা তাঁদের আটক করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়িসহ তাঁকে আটক করা হয়। একই স্থান থেকে শালিক প্রতীকের অপর চেয়ারম্যান প্রার্থী মাহাবুর রহমান জনির গাড়িও আটক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আচরণবিধি লঙ্ঘন করায় দুই চেয়ারম্যান প্রার্থীর গাড়ি জব্দ করেছে পুলিশ। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জের ঘিওরে উপজেলা পরিষদ নির্বাচনে টাকা বিতরণের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীর ভাই ইউপি চেয়ারম্যানকে আটক করেছে স্থানীয় জনতা। ভোটের আগের রাতে (সোমবার) উপজেলার বালিয়াখোঁড়া ইউনিয়নের জোকা এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রাইভেট কারসহ তাঁকে থানায় নিয়ে যায়।
কাপ-পিরিচের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের ভাই ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ টাকা বিতরণের কথা অস্বীকার করলেও আচরণবিধি লঙ্ঘনের কথা স্বীকার করেছেন। খবর পেয়ে আরেক প্রার্থী মাহবুবুর রহমান জনির লোকজন গাড়ি নিয়ে ঘটনাস্থলে এলে তাঁদের গাড়িও থানায় নেওয়া হয়।
গতকাল সোমবার রাত সাড়ে ১১দিকে উপজেলার বালিয়াখোঁড়া ইউনিয়নের জোকা এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ব্যক্তিগত প্রাইভেট কারে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমান। এ সময় তাঁর গাড়ি আটক করে স্থানীয় জনতা।
খবর পেয়ে পুলিশ গিয়ে গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়। একই স্থান থেকে শালিক প্রতীকের আরেক চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান জনির প্রাইভেট কারও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নানা সমালোচনা চলছে। সেই ভিডিওতে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান জনির এক কর্মীকে বলতে দেখা যায়, কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের ভাই পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে টাকার বিনিময়ে ভোট কেনার জন্য এসেছেন। তাঁদের স্থানীয় জনতা আটক করেছে। তাঁদের সঙ্গে অস্ত্রও রয়েছে। তবে সেই ভিডিওতে টাকা ও অস্ত্রের কথা অস্বীকার করতে দেখা গেছে ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদকে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, নিয়ম ভেঙে ভোটের আগের রাতে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের ভাইসহ কয়েকজন প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় স্থানীয় জনতা তাঁদের আটক করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়িসহ তাঁকে আটক করা হয়। একই স্থান থেকে শালিক প্রতীকের অপর চেয়ারম্যান প্রার্থী মাহাবুর রহমান জনির গাড়িও আটক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আচরণবিধি লঙ্ঘন করায় দুই চেয়ারম্যান প্রার্থীর গাড়ি জব্দ করেছে পুলিশ। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
২০ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
২৫ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
২৭ মিনিট আগেচট্টগ্রামে চকবাজারে ফুফুর বাড়ি বেড়াতে গিয়ে রিকশাসহ নালায় পড়ে নিখোঁজ হওয়া ৬ মাস বয়সী শিশু সেহেরিশের মরদেহ ১৪ ঘণ্টা পর দুর্ঘটনাস্থলের প্রায় ৫ কিলোমিটার দূরে নিজ বাসার পাশে একটি খাল থেকে উদ্ধার হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর চামড়ার গুদাম এলাকার চাক্তাই খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
২৮ মিনিট আগে