গাজীপুরের শ্রীপুরের একটি মাদ্রাসায় শহীদ মিনার নেই। তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ওই মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা মাটিতে ফুলের পাপড়ি ছিটিয়ে এঁকেছে শহীদ মিনার। ভাষা শহীদদের প্রতি সম্মান জানাচ্ছে মাটিতে লেখা ‘অমর ২১’ এ।
আজ মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে এ ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বৈরাগীরচালা গ্রামে মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসায়।
প্রতিষ্ঠানটির সূত্রে জানা যায়, ১৫৯৭ সালে প্রতিষ্ঠিত মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়ায় অবকাঠামোগত উন্নয়ন হয়নি। ব্যক্তি পর্যায়ে বিত্তবানেরা তাদের সাধ্য অনুযায়ী মাদ্রাসার উন্নয়নের জন্য সহযোগিতা করে যাচ্ছেন। সেখানে এখনো কোনো ধরনের শহীদ মিনার নেই।
সরেজমিনে দেখা যায়, মাদ্রাসার শিক্ষার্থী সুমাইয়া, সুরাইয়া, পাপিয়া, রাকিব, জাহিদসহ আরও কয়েকজন শিক্ষার্থী ভোরে ফুলের পাপড়ি দিয়ে বিদ্যালয়ের মাঠে হালকা সবুজ ঘাসের ওপর তৈরি করেছে শহীদ মিনার। এরপর তারা মাদ্রাসার শিক্ষকদেরসহ সেখানে শ্রদ্ধা নিবেদন করছে।
মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী পাপিয়ার সঙ্গে কথা হলে সে আজকের পত্রিকাকে বলে, ‘আমাদের মাদ্রাসায় শহীদ মিনার নেই। ১৯৫২ সালে যাঁরা ভাষার জন্য শহীদ হয়েছেন, তাদের শ্রদ্ধা জানাতে আমরা সবাই মিলে ফুলের পাপড়ি দিয়ে শহীদ মিনার তৈরি করেছি। সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাইছি।’
আরেক শিশু শিক্ষার্থী রাকিব বলে, ‘আমাদের মাদ্রাসায় শহীদ মিনার নেই জন্য কি আমরা শহীদদের শ্রদ্ধা জানাব না? সে জন্য আমরা সকাল থেকে আমরা ফুল কিনে এনে, সংগ্রহ করে সবাই মিলে শহীদ মিনার বানিয়েছি। মাটির ওপর ফুলের শহীদ মিনারেই আমরা শ্রদ্ধা জানিয়েছি।’
মাদ্রাসাটির সুপার মাওনা আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে। আমরা পরিচালনা পর্ষদের সদস্যদের তাগাদা দিচ্ছি একটি শহীদ মিনার করে দেওয়ার জন্য। আর আজ মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা নিজেরাই শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধা নিবেদন করেছে।’
গাজীপুরের শ্রীপুরের একটি মাদ্রাসায় শহীদ মিনার নেই। তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ওই মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা মাটিতে ফুলের পাপড়ি ছিটিয়ে এঁকেছে শহীদ মিনার। ভাষা শহীদদের প্রতি সম্মান জানাচ্ছে মাটিতে লেখা ‘অমর ২১’ এ।
আজ মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে এ ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বৈরাগীরচালা গ্রামে মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসায়।
প্রতিষ্ঠানটির সূত্রে জানা যায়, ১৫৯৭ সালে প্রতিষ্ঠিত মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়ায় অবকাঠামোগত উন্নয়ন হয়নি। ব্যক্তি পর্যায়ে বিত্তবানেরা তাদের সাধ্য অনুযায়ী মাদ্রাসার উন্নয়নের জন্য সহযোগিতা করে যাচ্ছেন। সেখানে এখনো কোনো ধরনের শহীদ মিনার নেই।
সরেজমিনে দেখা যায়, মাদ্রাসার শিক্ষার্থী সুমাইয়া, সুরাইয়া, পাপিয়া, রাকিব, জাহিদসহ আরও কয়েকজন শিক্ষার্থী ভোরে ফুলের পাপড়ি দিয়ে বিদ্যালয়ের মাঠে হালকা সবুজ ঘাসের ওপর তৈরি করেছে শহীদ মিনার। এরপর তারা মাদ্রাসার শিক্ষকদেরসহ সেখানে শ্রদ্ধা নিবেদন করছে।
মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী পাপিয়ার সঙ্গে কথা হলে সে আজকের পত্রিকাকে বলে, ‘আমাদের মাদ্রাসায় শহীদ মিনার নেই। ১৯৫২ সালে যাঁরা ভাষার জন্য শহীদ হয়েছেন, তাদের শ্রদ্ধা জানাতে আমরা সবাই মিলে ফুলের পাপড়ি দিয়ে শহীদ মিনার তৈরি করেছি। সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাইছি।’
আরেক শিশু শিক্ষার্থী রাকিব বলে, ‘আমাদের মাদ্রাসায় শহীদ মিনার নেই জন্য কি আমরা শহীদদের শ্রদ্ধা জানাব না? সে জন্য আমরা সকাল থেকে আমরা ফুল কিনে এনে, সংগ্রহ করে সবাই মিলে শহীদ মিনার বানিয়েছি। মাটির ওপর ফুলের শহীদ মিনারেই আমরা শ্রদ্ধা জানিয়েছি।’
মাদ্রাসাটির সুপার মাওনা আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে। আমরা পরিচালনা পর্ষদের সদস্যদের তাগাদা দিচ্ছি একটি শহীদ মিনার করে দেওয়ার জন্য। আর আজ মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা নিজেরাই শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধা নিবেদন করেছে।’
নগরবাসীর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্দেশ্যে ২০২১ সালের ডিসেম্বরে কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৯০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। দুই কোটি টাকার বেশি ব্যয়ে স্থাপিত এসব ক্যামেরায় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় গাড়ির নম্বর শনাক্তকরণ...
২ ঘণ্টা আগেরাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
৫ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
৫ ঘণ্টা আগে