Ajker Patrika

‘মাটির ওপর ফুলের শহীদ মিনারেই আমরা শ্রদ্ধা জানাইছি’

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ২৯
‘মাটির ওপর ফুলের শহীদ মিনারেই আমরা শ্রদ্ধা জানাইছি’

গাজীপুরের শ্রীপুরের একটি মাদ্রাসায় শহীদ মিনার নেই। তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ওই মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা মাটিতে ফুলের পাপড়ি ছিটিয়ে এঁকেছে শহীদ মিনার। ভাষা শহীদদের প্রতি সম্মান জানাচ্ছে মাটিতে লেখা ‘অমর ২১’ এ। 

আজ মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে এ ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বৈরাগীরচালা গ্রামে মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসায়। 

প্রতিষ্ঠানটির সূত্রে জানা যায়, ১৫৯৭ সালে প্রতিষ্ঠিত মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়ায় অবকাঠামোগত উন্নয়ন হয়নি। ব্যক্তি পর্যায়ে বিত্তবানেরা তাদের সাধ্য অনুযায়ী মাদ্রাসার উন্নয়নের জন্য সহযোগিতা করে যাচ্ছেন। সেখানে এখনো কোনো ধরনের শহীদ মিনার নেই। 

ফুলের পাপড়ি দিয়ে মাটিতে শহীদ মিনার এঁকেছে শিশুরাসরেজমিনে দেখা যায়, মাদ্রাসার শিক্ষার্থী সুমাইয়া, সুরাইয়া, পাপিয়া, রাকিব, জাহিদসহ আরও কয়েকজন শিক্ষার্থী ভোরে ফুলের পাপড়ি দিয়ে বিদ্যালয়ের মাঠে হালকা সবুজ ঘাসের ওপর তৈরি করেছে শহীদ মিনার। এরপর তারা মাদ্রাসার শিক্ষকদেরসহ সেখানে শ্রদ্ধা নিবেদন করছে। 

মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী পাপিয়ার সঙ্গে কথা হলে সে আজকের পত্রিকাকে বলে, ‘আমাদের মাদ্রাসায় শহীদ মিনার নেই। ১৯৫২ সালে যাঁরা ভাষার জন্য শহীদ হয়েছেন, তাদের শ্রদ্ধা জানাতে আমরা সবাই মিলে ফুলের পাপড়ি দিয়ে শহীদ মিনার তৈরি করেছি। সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাইছি।’ 

ফুলের পাপড়ি দিয়ে মাটিতে শহীদ মিনার এঁকেছে শিশুরাআরেক শিশু শিক্ষার্থী রাকিব বলে, ‘আমাদের মাদ্রাসায় শহীদ মিনার নেই জন্য কি আমরা শহীদদের শ্রদ্ধা জানাব না? সে জন্য আমরা সকাল থেকে আমরা ফুল কিনে এনে, সংগ্রহ করে সবাই মিলে শহীদ মিনার বানিয়েছি। মাটির ওপর ফুলের শহীদ মিনারেই আমরা শ্রদ্ধা জানিয়েছি।’ 

মাদ্রাসাটির সুপার মাওনা আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে। আমরা পরিচালনা পর্ষদের সদস্যদের তাগাদা দিচ্ছি একটি শহীদ মিনার করে দেওয়ার জন্য। আর আজ মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা নিজেরাই শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধা নিবেদন করেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত