Ajker Patrika

বেইলি ব্রিজ ভেঙে নদীতে, ফেরি চলাচল বন্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
বেইলি ব্রিজ ভেঙে নদীতে, ফেরি চলাচল বন্ধ

নারায়ণগঞ্জের নবীগঞ্জ ফেরিঘাটের হাজীগঞ্জ প্রান্তে বেইলি ব্রিজ ভেঙে পড়ায় বন্দরের সঙ্গে শহরের যান চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিমেন্টবোঝাই একটি ট্রাক বন্দর থেকে শহরে প্রবেশকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই ব্রিজ মেরামতে কাজ শুরু করেছে ফেরি ইজারাদার কর্তৃপক্ষ।

ফেরি কর্তৃপক্ষ জানান, মালবাহী ট্রাকটির অতিরিক্ত ওজন থাকায় ব্রিজটি ভেঙে পড়েছে। ঘটনার পর পরই সেতু বিভাগকে বিষয়টি অবগত করা হয়। তবে ব্রিজটি ভেঙে পড়েছে নাকি সংযোগ বিচ্ছিন্ন হয়েছে তা এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী চা দোকানি জয়নাল আবেদীন বলেন, আজ দুপুরে সিমেন্টবোঝাই ট্রাকটি ফেরি থেকে ঘাটে উঠছিল। এ সময় বিকট শব্দে ব্রিজটি ভেঙে পড়ে। এতে ট্রাকটির অর্ধেক অংশ শীতলক্ষ্যা নদীতে ডুবে যায়। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাকটি সবার শেষে নামছিল। যদি প্রথমেই ফেরি থেকে ট্রাক নামত তাহলে হতাহতের ঘটনা ঘটতে পারত। এ ঘটনার পর থেকেই ফেরি চলাচল বন্ধ রয়েছে।

ফেরি ইজারাদার কর্তৃপক্ষ জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধারের কাজ চলছে। প্রথমে ট্রাক থেকে সিমেন্টের বস্তা আনলোড করা হবে। পরে ট্রাকটি ক্রেন দিয়ে উপড়ে তোলা হবে। এরপর ব্রিজের অবস্থা যথাযথভাবে যাচাইবাছাই করে ফেরি চলাচলের সময় নির্ধারণ করা যাবে।

ফেরির দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সাইফুল হোসেন রিয়েল আজকের পত্রিকাকে বলেন, ব্রিজটি ভেঙে গেছে নাকি সরে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ট্রাক অপসারণের পরে সেটি বলা যাবে। আজকে আর ফেরি চলাচল করা সম্ভব নয়। যদি ব্রিজ ভেঙে না যায় তাহলে আগামীকাল শুক্রবার সকালেই ফেরি চলাচল শুরু করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত