ধামরাই প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি ও ষড়যন্ত্রকারীরা সবাই এক হয়ে দুঃস্বপ্ন দেখছে। তারা আবারও নাকি বাংলাদেশের ক্ষমতায় আসবে। কীভাবে আসবে? জনগণের ভোট পেতে হবে তো? তারা ভোট বিশ্বাস করে না। ভোটে যাবে না, তারা কীভাবে ক্ষমতায় যাবে?
আজ শনিবার দুপুরের দিকে ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে বৈন্যা পুলিশ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ঢাকা জেলা পুলিশ অনুষ্ঠানের আয়োজন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘সব সময় আমরা দেখেছি স্বাধীনতাবিরোধী ও ষড়যন্ত্রকারীরা নির্বাচন আসলেই এক হয়ে যায়, একটি নতুন ষড়যন্ত্র করার জন্য। নির্বাচন আসলে অনেক দল নির্বাচনে অংশগ্রহণ না করে, নির্বাচন যেন না হয় তার জন্য তারা হইচই করতে থাকে।
‘নির্বাচন আসলেই অনেক স্রোত, কাউন্টার স্রোত আসে। যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না। তারাই এই কাজগুলো করে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। তিনি সব সময় মাথা উঁচু করে বাঁচতে শিখেছেন। তিনি শুধু আমাদের নেতা নয়, তিনি বিশ্বনন্দিত নেতা। তিনি কারও রক্তচক্ষু কিংবা ধমকে মাথা নত করেন না বা ঘাবড়ে যান না। তিনি কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করেন না। তিনি কোনো মাসেল পাওয়ারে বিশ্বাস করেন না। তিনি কোনো গান পাওয়ারে বিশ্বাস করেন না। তিনি বিশ্বাস করেন জনগণের শক্তি।’
আসাদুজ্জামান খান বলেন, ‘কিছু লোক বলছে বিদ্যুৎ পাই না। সারা বাংলাদেশে আমরা বিদ্যুতায়ন করেছি। আমাদের এখন ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরির সক্ষমতা রয়েছে। আমাদের যেটা চাহিদা সেটা আমরা দিয়েছি। কোন গ্রামে বিদ্যুৎ যায় নাই? এখন কিন্তু দুর্গম চরসহ সব জায়গায় বিদ্যুৎ আমরা দিয়েছি। সেখানে বসে ইন্টারনেটে ছেলেমেয়েরা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করছে, গোটা বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে। এটাই তো আমাদের বাংলাদেশ।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিদ্যুৎ তৈরির সব উপাদান ডিজেল, এলএনজি ও কয়লার পরিবহন ব্যয় তিন-চার গুণে বেড়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেছেন জুনের শেষে বিদ্যুতের আর কোনো ঘাটতি থাকবে না।’
জামায়াতের সমাবেশের অনুমতি দেওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত সব সময় বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠান করত। ওই জায়গায় সমাবেশ করলে যানজটের সৃষ্টি হয়। তাই তাদের বলা হয়েছে যেন অন্য কোনো ভেন্যুতে যায়। সেই জন্যই তারা নতুন ভেন্যুতে গিয়েছে।
ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।
উপস্থিত ছিলেন ধামরাই পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির মোল্লাসহ অনেকে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি ও ষড়যন্ত্রকারীরা সবাই এক হয়ে দুঃস্বপ্ন দেখছে। তারা আবারও নাকি বাংলাদেশের ক্ষমতায় আসবে। কীভাবে আসবে? জনগণের ভোট পেতে হবে তো? তারা ভোট বিশ্বাস করে না। ভোটে যাবে না, তারা কীভাবে ক্ষমতায় যাবে?
আজ শনিবার দুপুরের দিকে ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে বৈন্যা পুলিশ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ঢাকা জেলা পুলিশ অনুষ্ঠানের আয়োজন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘সব সময় আমরা দেখেছি স্বাধীনতাবিরোধী ও ষড়যন্ত্রকারীরা নির্বাচন আসলেই এক হয়ে যায়, একটি নতুন ষড়যন্ত্র করার জন্য। নির্বাচন আসলে অনেক দল নির্বাচনে অংশগ্রহণ না করে, নির্বাচন যেন না হয় তার জন্য তারা হইচই করতে থাকে।
‘নির্বাচন আসলেই অনেক স্রোত, কাউন্টার স্রোত আসে। যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না। তারাই এই কাজগুলো করে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। তিনি সব সময় মাথা উঁচু করে বাঁচতে শিখেছেন। তিনি শুধু আমাদের নেতা নয়, তিনি বিশ্বনন্দিত নেতা। তিনি কারও রক্তচক্ষু কিংবা ধমকে মাথা নত করেন না বা ঘাবড়ে যান না। তিনি কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করেন না। তিনি কোনো মাসেল পাওয়ারে বিশ্বাস করেন না। তিনি কোনো গান পাওয়ারে বিশ্বাস করেন না। তিনি বিশ্বাস করেন জনগণের শক্তি।’
আসাদুজ্জামান খান বলেন, ‘কিছু লোক বলছে বিদ্যুৎ পাই না। সারা বাংলাদেশে আমরা বিদ্যুতায়ন করেছি। আমাদের এখন ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরির সক্ষমতা রয়েছে। আমাদের যেটা চাহিদা সেটা আমরা দিয়েছি। কোন গ্রামে বিদ্যুৎ যায় নাই? এখন কিন্তু দুর্গম চরসহ সব জায়গায় বিদ্যুৎ আমরা দিয়েছি। সেখানে বসে ইন্টারনেটে ছেলেমেয়েরা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করছে, গোটা বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে। এটাই তো আমাদের বাংলাদেশ।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিদ্যুৎ তৈরির সব উপাদান ডিজেল, এলএনজি ও কয়লার পরিবহন ব্যয় তিন-চার গুণে বেড়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেছেন জুনের শেষে বিদ্যুতের আর কোনো ঘাটতি থাকবে না।’
জামায়াতের সমাবেশের অনুমতি দেওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত সব সময় বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠান করত। ওই জায়গায় সমাবেশ করলে যানজটের সৃষ্টি হয়। তাই তাদের বলা হয়েছে যেন অন্য কোনো ভেন্যুতে যায়। সেই জন্যই তারা নতুন ভেন্যুতে গিয়েছে।
ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।
উপস্থিত ছিলেন ধামরাই পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির মোল্লাসহ অনেকে।
ঠাকুরগাঁওয়ে গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭২টি গরু। গত প্রায় দুই মাসে এ গরুগুলোর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার পাঁচটি উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮০টি গরু।
৪২ মিনিট আগেটাঙ্গাইলের মধুপুরের চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। প্রচন্ড গরমে কাঁঠাল পেকে যাওয়ায় বাজারে এ ফলের আধিক্য বেড়েছে। তবে রোদ-বৃষ্টির সাথে সাথে কাঁঠালের দাম ওঠা-নামা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়িরা। তবে কাঁঠালের দাম নাগালের মধ্যে থাকায় ভোক্তারা খুশি।
১ ঘণ্টা আগেগাইবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে তিস্তা নদীর ওপর নির্মাণ করা হয়েছে তিস্তা সেতু। নদীর নামের সঙ্গে মিলয়েই এ নামকরণ করা হয়েছে। এখন শুধু অপেক্ষা সেতুটি উদ্বোধনের। সেতুটি দিয়ে যান চলাচল শুরু করলেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের যাতায়াত আরও সহজ হবে। এলাকার উৎপাদিত পণ্য সারা দেশে...
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে ইতি আক্তার (২৫) নামের এক নারী খুন হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই নারীর স্বামী বিল্লাল হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাতে নারায়য়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে