ইমতিয়াজ আহমেদ, শিবচর (মাদারীপুর)
কোরবানির ঈদ সামনে রেখে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এলাকায় ডাকাতির ঘটনায় শিবচরের কোরবানির পশু ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আতঙ্ক। নিরাপত্তার অভাব এবং সম্প্রতি ঘটে যাওয়া একাধিক ডাকাতির ঘটনায় গরুবাহী ট্রাক নিয়ে ঢাকায় যাত্রা করা ব্যবসায়ীরা রয়েছেন উদ্বেগে।
ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে সম্প্রতি একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে শ্রীনগর, সিরাজদিখান, লৌহজং, কেরানীগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে যাত্রী ও পরিবহনশ্রমিকেরা ডাকাতদের খপ্পরে পড়েন। সর্বশেষ গত বুধবার (২১ মে) জাজিরা টোলপ্লাজা সংলগ্ন মোল্লার বাজার আন্ডারপাস এলাকায় র্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে খেলনা পিস্তল, ওয়াকিটকি ও মাইক্রোবাসসহ একজনকে আটক করে পুলিশ। ঘটনার সময় তার সঙ্গে থাকা আরও পাঁচ ডাকাত পালিয়ে যায়।
এসব ঘটনার প্রেক্ষাপটে ঈদ মৌসুমে গরু পরিবহনে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে রাতে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ঢাকায় পশু পাঠানো নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের শঙ্কা।
স্থানীয় খামারি মো. সোহাগ বলেন, ‘প্রতি বছরই কয়েকজন মিলে ট্রাকে করে গরু নিয়ে ঢাকায় যাই। এবারও প্রস্তুতি নিচ্ছি। কিন্তু হাইওয়েতে ডাকাতির খবর আমাদের আতঙ্কিত করছে। কঠোর পুলিশি নিরাপত্তা ছাড়া ভরসা নেই।’
একই কথা জানালেন আরেক ব্যবসায়ী মো. ফররুখ। তিনি বলেন, ‘রাতে এক্সপ্রেসওয়ে অনেকটা অরক্ষিত। কিছুদিন আগেই শ্রীনগরে ডাকাতি হয়েছে। এমন ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। কোরবানির সময় ডাকাতির ঝুঁকি আরও বাড়বে বলে মনে হচ্ছে।’
এদিকে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা নিরাপত্তা জোরদার করেছে। শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম বলেন, ‘কোরবানি সামনে রেখে মহাসড়কের শিবচর অংশে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। টহল টিম বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। যদি পশুবাহী ট্রাকগুলো একসঙ্গে ছাড়তে পারি, তাহলে পুলিশি প্রহরায় নিরাপদে পৌঁছানো সম্ভব হবে।’
মাদারীপুর জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলার ৪ হাজার ১৮৫টি খামারে মোট ৭৪ হাজার ৬৫০টি পশু প্রস্তুত করা হয়েছে, যেখানে জেলার কোরবানির চাহিদা প্রায় ৬৭ হাজার ৬৮৫টি। ফলে চাহিদার তুলনায় পশু উদ্বৃত্ত রয়েছে এবং এখানকার পশু রাজধানীসহ দেশের বিভিন্ন হাটে বিক্রি হয়ে থাকে।
সব মিলিয়ে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা না হলে কোরবানির পশু পরিবহন নিয়ে আরও জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কোরবানির ঈদ সামনে রেখে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এলাকায় ডাকাতির ঘটনায় শিবচরের কোরবানির পশু ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আতঙ্ক। নিরাপত্তার অভাব এবং সম্প্রতি ঘটে যাওয়া একাধিক ডাকাতির ঘটনায় গরুবাহী ট্রাক নিয়ে ঢাকায় যাত্রা করা ব্যবসায়ীরা রয়েছেন উদ্বেগে।
ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে সম্প্রতি একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে শ্রীনগর, সিরাজদিখান, লৌহজং, কেরানীগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে যাত্রী ও পরিবহনশ্রমিকেরা ডাকাতদের খপ্পরে পড়েন। সর্বশেষ গত বুধবার (২১ মে) জাজিরা টোলপ্লাজা সংলগ্ন মোল্লার বাজার আন্ডারপাস এলাকায় র্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে খেলনা পিস্তল, ওয়াকিটকি ও মাইক্রোবাসসহ একজনকে আটক করে পুলিশ। ঘটনার সময় তার সঙ্গে থাকা আরও পাঁচ ডাকাত পালিয়ে যায়।
এসব ঘটনার প্রেক্ষাপটে ঈদ মৌসুমে গরু পরিবহনে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে রাতে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ঢাকায় পশু পাঠানো নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের শঙ্কা।
স্থানীয় খামারি মো. সোহাগ বলেন, ‘প্রতি বছরই কয়েকজন মিলে ট্রাকে করে গরু নিয়ে ঢাকায় যাই। এবারও প্রস্তুতি নিচ্ছি। কিন্তু হাইওয়েতে ডাকাতির খবর আমাদের আতঙ্কিত করছে। কঠোর পুলিশি নিরাপত্তা ছাড়া ভরসা নেই।’
একই কথা জানালেন আরেক ব্যবসায়ী মো. ফররুখ। তিনি বলেন, ‘রাতে এক্সপ্রেসওয়ে অনেকটা অরক্ষিত। কিছুদিন আগেই শ্রীনগরে ডাকাতি হয়েছে। এমন ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। কোরবানির সময় ডাকাতির ঝুঁকি আরও বাড়বে বলে মনে হচ্ছে।’
এদিকে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা নিরাপত্তা জোরদার করেছে। শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম বলেন, ‘কোরবানি সামনে রেখে মহাসড়কের শিবচর অংশে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। টহল টিম বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। যদি পশুবাহী ট্রাকগুলো একসঙ্গে ছাড়তে পারি, তাহলে পুলিশি প্রহরায় নিরাপদে পৌঁছানো সম্ভব হবে।’
মাদারীপুর জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলার ৪ হাজার ১৮৫টি খামারে মোট ৭৪ হাজার ৬৫০টি পশু প্রস্তুত করা হয়েছে, যেখানে জেলার কোরবানির চাহিদা প্রায় ৬৭ হাজার ৬৮৫টি। ফলে চাহিদার তুলনায় পশু উদ্বৃত্ত রয়েছে এবং এখানকার পশু রাজধানীসহ দেশের বিভিন্ন হাটে বিক্রি হয়ে থাকে।
সব মিলিয়ে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা না হলে কোরবানির পশু পরিবহন নিয়ে আরও জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ব্যবসায়ীরা জানান, আগের মতো এখন আর খাল-বিল, নদীনালা আগের মতো নেই। পানি সংকটের কারণে নৌকার ব্যবহার কমেছে। পাশাপাশি মানুষের ক্রয়ক্ষমতাও হ্রাস পেয়েছে। ফলে আগের তুলনায় কম দামে বিক্রি করতে হচ্ছে, যাতে লাভ তো দূরের কথা, পুঁজি তুলে আনা কষ্টকর হয়ে পড়েছে।
১৪ মিনিট আগেগণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ জুলাই শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কাছে এ সংক্রান্ত যদি কোনো প্রকার তথ্য থাকে, তবে তা ২৩ জুলাইয়ের মধ্যে লিখিত আকারে তদন্ত কমিটির আহ্বায়কের কাছে জানানোর জন্
১ ঘণ্টা আগেভোলার চরফ্যাশনে প্রথমবারের মতো বস্তায় আদা চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকেরা। বন্যা, লোনা পানি ও জমির সংকটের কারণে যখন অনেকেই চাষাবাদ থেকে পিছিয়ে পড়ছেন, তখন কম খরচে, কম জায়গায়, ঝুঁকিমুক্তভাবে আদা চাষ কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
১ ঘণ্টা আগেমোহাম্মদপুর এলাকাসহ আশপাশে সাম্প্রতিক সময়ে ছিনতাই ও সন্ত্রাসী তৎপরতা বেড়ে যাওয়ায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে, মোহাম্মদপুরের মোহাম্মাদিয়া হাউজিং এলাকায় একটি কিশোর গ্যাং দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে।
১ ঘণ্টা আগে