Ajker Patrika

কোটাবিরোধী আন্দোলনে অ্যাকশনে যাবে না পুলিশ, নজরে ১৬ উসকানিদাতা

আমানুর রহমান রনি, ঢাকা
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৬: ৩১
কোটাবিরোধী আন্দোলনে অ্যাকশনে যাবে না পুলিশ, নজরে ১৬ উসকানিদাতা

চলমান কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবে না পুলিশ। সরকারের উচ্চমহল থেকে পুলিশকে সংযত ও ধৈর্যধারণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আন্দোলনে উসকানিদাতা ও স্বার্থান্বেষী মহলকে নজরদারিতে রাখতে বলা হয়েছে। এ জন্য সাদা পোশাকের পুলিশের বিশেষ টিম গঠন করা হয়েছে। পুলিশের এই বিশেষ টিম অন্তত ১৬ উসকানিদাতাকে শনাক্ত করেছে বলে দাবি করা হচ্ছে। 

পুলিশ বলছে, এই ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে আন্দোলনে উসকানি দিচ্ছেন। তাঁদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা রয়েছেন। এদিকে চলমান আন্দোলনের ঘটনায় গতকাল রোববার পর্যন্ত রাজধানীর শাহবাগ ও নিউমার্কেট থানায় পাঁচটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে মহানগর পুলিশ। তবে এখনো কোনো আটক বা গ্রেপ্তার নেই। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের চলমান আন্দোলনে মাঠের পুলিশকে সংযত ও ধৈর্য ধরতে বলা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের বাহাস ও সংঘর্ষে না জড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোথাও আন্দোলনরত শিক্ষার্থীরা মারমুখী আচরণ করলে নিরাপদ দূরত্ব বজায় রেখে ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

পুলিশ সূত্রটি জানিয়েছে, কোটাবিরোধী আন্দোলনে উসকানি দিচ্ছে এমন ১৬ জনকে শনাক্ত করা হয়েছে। যাঁরা ফেসবুক ও বিভিন্ন মাধ্যমে উসকানি দিচ্ছেন, তাঁদের বিষয়ে পুলিশ তথ্য সংগ্রহ করছে। ১৬ ব্যক্তির মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা রয়েছেন। উসকানিদাতাদের শনাক্তে পুলিশের সাদা পোশাকে বিশেষ টিম কাজ করছে। 

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘আমরা সর্বোচ্চ পেশাদারির সঙ্গে শিক্ষার্থীদের এই আন্দোলনের সময়ে দায়িত্ব পালন করছি। কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা খেয়াল রাখছি। এই আন্দোলনে অনুপ্রবেশকারীদের বিষয়েও আমরা খেয়াল রাখছি।’ 

উসকানিদাতাদের বিষয়ে তিনি বলেন, ‘এসব বড় মুভমেন্টে সব সময় তৃতীয় পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করে। সে বিষয়ে আমাদের নজরদারি রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত