Ajker Patrika

চাঁদাবাজির মামলায় গাজীপুরে বিএনপির ২ নেতা কারাগারে

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১৯: ২৫
চাঁদাবাজির মামলায় গাজীপুরে বিএনপির ২ নেতা কারাগারে

চাঁদাবাজির মামলায় গাজীপুরের গাছায় বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার দিবাগত রাতে গাছা হাজীরপুকুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খান এবং গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ। তাঁদের মধ্যে ফারুক খান দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নেওয়ায় দল থেকে বহিষ্কার হন। 

পুলিশ জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গ্রেপ্তার ব্যক্তিরা মহানগরীর গাছা থানা এলাকায় বিএনপির প্রভাব খাঁটিয়ে চাঁদাবাজি, দখল–ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে যুক্ত হন। এলাকার কয়েকটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে কর্মকর্তাদের হুমকি ও চাঁদাবাজি করেন তাঁরা। 

তাঁদের বিরুদ্ধে এসব বিষয়ে সংশ্লিষ্ট থানা ও সেনাসদস্যদের কাছে নামে–বেনামে একাধিক অভিযোগ আসে। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় গতকাল রোববার দিবাগত রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মহানগরীর গাছা থানাধীন হাজীরপুকুর এলাকার একটি বাসা থেকে ফারুক খান ও আব্দুল্লহকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে ওসি আলী মোহাম্মদ রাশেদ আজকের পত্রিকাকে বলেন, ‘গাছা এলাকার একটি তৈরি পোশাক কারখানায় চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা হয়। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।’ 

তিনি আরও জানান, সোমবার সকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর দেশ দেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত