Ajker Patrika

নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে মানববন্ধন 

নতুন শিক্ষাক্রম বাতিল, আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়াসহ ৮ দফা দাবি জানিয়েছেন অভিভাবকেরা। এ ছাড়া তারা পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা চালু, আগের শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নেওয়ারও দাবি জানান।

আজ রোববার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন- অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রধান দাবি নতুন শিক্ষাক্রম বাতিল করা, একই সঙ্গে আগের শিক্ষাক্রমে দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে আনা।

তারা আরও বলেন, আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার মতো একটি বিজ্ঞানভিত্তিক যুগোপযোগী শিক্ষাক্রম জাতিকে উপহার দেবে।

মানববন্ধনে চলতি মাসেই নতুন শিক্ষাক্রম বাতিল ঘোষণাসহ বেশ কিছু দাবি তুলে ধরেন অভিভাবকেরা। পাশাপাশি তারা দুটি কর্মসূচি ঘোষণা করেন।

এগুলো হলো-দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ ও সমাবেশ আয়োজন এবং শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবকদের সমন্বয়ে শিক্ষাক্রম বিষয়ে একটি রূপরেখা অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার হাতে তুলে দেওয়া উদ্যোগ নেওয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত